প্যারিস: অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে টানা দ্বিতীয়বার পদক জিতেছে ভারতীয় হকি দল। টোকিওর পর প্যারিসের মঞ্চেও ব্রোঞ্জ এসেছে। স্পেনের বিরুদ্ধে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে হরমনপ্রীত সিংহয়ের দল। ভারতের পদক জয়ের পরই সোশ্য়াল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে মোদি লিখেছেন, ''অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা। এই পদক জয়ের খবর আরও স্পেশাল কারণ, পরপর দুবার অলিম্পিক্সের মঞ্চে হকিতে পদক জিতেছে। এই জয় শুধু একটা জয় নয়। এই জয় দক্ষতা, টিম স্পিরিট ও পরিশ্রম ও অধ্যাবসায়ের ফল। হকির সঙ্গে প্রত্যেক ভারতীয়র আবেগের যোগ রয়েছে। এই জয় আমাদের যুব সমাজের মধ্য়ে হকিকে আরও জনপ্রিয় করে তুলবে নিঃসন্দেহে।''
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ভারতীয় হকি দলের জন্য। তিনি লিখেছেন, ''পুরুষ হকি দলকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের কৃতিত্বের জন্য গোটা ভারত গর্ববোধ করছে। সবার কঠোর পরিশ্রমের ফল এই পদক জয়। প্রত্যেকের প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। জয় হিন্দ!"
এদিন শুরু থেকেই ভারত কিছুটা ফেভারিট হিসেবেই নেমেছিল ব্রোঞ্জের লড়াইয়ে। সকালেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য দুঃখের খবর ছিল বিনেশের অবসরের খবর প্রকাশ্যে আসা। কিন্তু সময় যত এগল ততই প্রথমে কুস্তিতে আমনের সেমিতে পৌঁছানো ও পরে হকিতে এবার ব্রোঞ্জ জয় স্পেনকে হারিয়ে। ম্য়াচের শুরু থেকেই বারবার স্পেনের সার্কেলের ভেতরে আঘাত হানছিলেন ভারতীয় হকি প্লেয়াররা। আগের ম্য়াচে খেলতে পারেননি অমিত রোহিদাস। এদিন তারকা এই ডিফেন্ডার একাদশে ফিরে আসার পর ভারত আরও শক্তিশালী হয়ে কোর্টে নেমেছিল। প্রথম কোয়ার্টারে কোনও দল গোল করতে না পারলেও দ্বিতীয় কোয়ার্টারে প্রথমে গোল হজম করে ভারত। পরে অবশ্য দ্বিতীয় কোয়ার্টারের শেষে হরমনপ্রীত গোল করে সমতা ফেরান। আরত তৃতীয় কোয়ার্টারের শুরুতে ফের গোল করে ম্য়াচে ভারতকে জয় এনে দেন হরমনপ্রীত।