অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: অভিনব কায়দায় প্রতারণার ছক। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অন্যের কাছে টাকা চেয়ে মেসেজ। ঘটনার কথা জানতে পেরে হতবাক অধ্যাপক দেবনারায়ণ সরকার। লালবাজারের সাইবার শাখায় দায়ের হয়েছে অভিযোগ।
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ফ্রেন্ড লিস্টে থাকা পরিচিতদের থেকে টাকা চাওয়া হচ্ছে। সম্প্রতি এমনই অভিজ্ঞতার মুখোমুখী হলেন অধ্যাপক দেবনারায়ণ সরকার।
ঠিক কী ঘটনা ঘটেছিল? বিভিন্ন অনুষ্ঠানে এসে অধ্যাপক দেবনারায়ণ সরকারের সঙ্গে পরিচয় হয় আইনজীবী গোপাল মণ্ডলের। গোপাল মণ্ডলের দাবি, ৫ সেপ্টেম্বর দেবনারায়ণের ফেসবুক প্রোফাইল থেকে তাঁর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। পূর্ব পরিচিত হওয়ায় তা অ্যাকসেপ্ট করে নেন।
তাঁর আরও দাবি, সেদিনই মেসেঞ্জারে ১০ হাজার টাকা চেয়ে বার্তা আসে ওই প্রোফাইল থেকে। এমনকি অনলাইন টাকা ট্রান্সফারের কথা বলে, কোথায় টাকা পাঠাতে হবে, সেই ডিটেলসও দিয়ে দেওয়া হয়।
সন্দেহ হয় তাঁর। এক পরিচিতের মাধ্যমে যোগাযোগ করেন দেবনারায়ণ সরকারের সঙ্গে। গোটা ঘটনা জানার পর যেন আকাশ থেকে পড়েন অধ্যাপক।
তাঁর দাবি, ৩-৪ বছর আগে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুললেও তিনি সেটা খুব একটা ব্যবহার করেন না। তাঁর অনুমান, সেই অ্যাকাউন্ট হ্যাক করে এই কাজ করেছে অপরাধীরা।
এপ্রসঙ্গে দেবনারায়ণ সরকার বলেন, আমি নিজে তো ব্যবহার করি না। চিন্তা হচ্ছে, আর কতজনকে এভাবে মেসেজ করেছে, কারও থেকে টাকা নিয়েছে, তাও জানি না। আমার কাছে সোশ্যাল প্রেস্টিজ ইস্যু।
সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়ের মতে, এটা একটা ক্রাইমের পদ্ধতি। চলছে। কড়া আইনের সংস্থান আছে। প্রোফাইলকে প্রোটেক্ট করা প্রয়োজন। ব্যবহার না হলে বন্ধ করে দেওয়া উচিত।
এই ঘটনায় ৬ সেপ্টেম্বর লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন দেবনারায়ণ সরকার।
আরও পড়ুন: ফেসবুকে বন্ধুত্ব করে ছবি বিকৃতি! আপত্তিকর ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল যুবককে