অরিন্দম সেন, আলিপুরদুয়ার: শুক্রবার একটি পূর্ণবয়স্ক স্ত্রী হাতির মৃতদেহ উদ্ধার হল চা বাগান থেকে। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের  রায়মাটাং চা বাগানের ঘটনা। জানা গেছে, রায়মাটাং চা বাগানের পাঁচ নম্বর সেকশনের  শ্রমিকরা একটি হাতির মৃতদেহ দেখতে পায়। বন দফতরে খবর দেওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পৌঁছান বন দফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা রেঞ্জের বনকর্মী ও আধিকারিকরা। 


আরও পড়ুন: Abhishek Banerjee: "আসুক দাদা, ফিরুক স্বচ্ছতা," অভিষেক-কে রাজ্য প্রশাসনে চেয়ে পোস্ট একাধিক তৃণমূল নেতার


বন দফতরের প্রাথমিক ধারণা, নিজেদের মধ্যে লড়াইতে মৃত্যু হয়ে থাকতে পারে ওই স্ত্রী হাতিটির। পাশাপাশি অনুমান করা হচ্ছে একদিন আগেই মৃত্যু হয়েছে হাতিটির। যদিও, ময়নাতদন্তের পরই সব স্পষ্ট হবে বলে বন দফতর সূত্রে খবর।


প্রসঙ্গত উল্লেখ্য, আলিপুরদুয়ার আবারও লোকো পাইলটদ্বয়ের তৎপরতায় হাতির সঙ্গে সংঘর্ষ এড়ায় ট্রেনের ইঞ্জিন।


আরও পড়ুন: RG Kar Case: আগামীকাল থেকে 'টেলি-মেডিসিন' পরিষেবা মিলবে এই নাম্বারে, বড় ঘোষণা জুনিয়র ডক্টরস ফ্রন্টের


ঘটনাটি উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত গুলমা-সেবক স্টেশনের মাঝে কিমি ২২/২ এলাকার। স্থানীয় সূত্রে জানা গেছে, মহানন্দা ওয়াল্ড লাইফ সেনচুয়ারি জঙ্গল ভেদ করে যাওয়া রেলট্র‍্যাকের উপর দাঁড়িয়ে থাকা একটি হাতিকে দেখতে পায় শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশনগামী ইন্টারসিটি প্যাসেঞ্জার ট্রেনের লোকো পাইলট। প্রায় ১০০ মিটার আগেই ট্রেনটি দাড় করিয়ে দিতে সক্ষম হন। প্রায় মিনিট দুই অপেক্ষার পর হাতিটি জঙ্গলে প্রবেশ করলে স্বাভাবিক হয় রেল যাত্রা।


প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রেলের ধাক্কায় প্রচুর হাতি সহ অন্যান্য পশুর মৃত্যু ঘটেছে। তা আটকানোর জন্য হাতিদের জন্য সেফ প্যাসেজের ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে। তাতে কিছুটা হলেও কমেছে হাতি সহ অন্যানয পশুর মৃত্যুর সংখ্যা কমেছে। তবে এক্ষেত্রে দুটি হাতির লড়াইয়ের ফলে ওই পূর্ণবয়স্ক স্ত্রী হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের পরেই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে বলেই জানিয়েছেন বন দফতর।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: R G Kar News: আরজি কর কাণ্ডের আবহে দিল্লিতে রাজ্যপাল, শাহের সঙ্গে সাক্ষাত বোসের