কলকাতা: আর জি কর-আবহে দিল্লিতে রাজ্যপাল ( C V Anand Bose)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তিনি। আলাপচারিতায় উঠল আর জি কর কাণ্ড। এদিনের আলোচনায় উঠেছে রাজ্যের পরিস্থিতিও।                                         


দিল্লিতে রাজ্যপাল: আর জি কর-কাণ্ডে তোলপাড়ের আবহে দিল্লিতে রাজ্যপাল। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-র সঙ্গে দেখা করলেন সি ভি আনন্দ বোস। আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর আক্রমণ নিয়ে গতকালই রাজ্যপালের কাছে গিয়ে নালিশ জানিয়েছিল বিজেপি। এই আবহে গতকাল রাতেই দিল্লি পৌঁছন সি ভি আনন্দ বোস। এর আগে গত ২০ অগাস্ট দিল্লিতে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন রাজ্যপাল। ডাক্তার ছাত্রীকে খুন-ধর্ষণের ঘটনাকে ঘিরে যা চলছে, সেই সম্পর্কে দ্রৌপদী মুর্মুজগদীপ ধনকড়কে অবহিত করেছিলেন তিনি। আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে দিল্লি থেকেই মোবাইল কন্টোররুম চালু করেছিলেন সি ভি আনন্দ বোস। প্রথম ফোনটাই করেছিলেন নিহত নির্যাতিতার মাকে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের ১০ দিনের মাথায় আবার দিল্লি সফরে রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এদিনের আলোচনায় আরজি করের ঘটনা সহ সামগ্রিকভাবে রাজ্যের পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। 


রাজভবন সূত্রে খবর, নির্যাতিতার পরিবারের চিঠি পেয়ে দিল্লি গেছিলেন রাজ্যপাল। আর জি করকাণ্ডের গভীরতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন রাজ্যপাল। আর জি করকাণ্ড নিয়ে মানুষের প্রতিবাদের কথাও জানিয়েছেন রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পর নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। পরিবারকে বিচারের আশ্বাসও দিয়েছেন সি ভি আনন্দ বোস।                       


এদিকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্য় মহিলা কমিশন অভিযান করল বিজেপির মহিলা মোর্চা। 'প্রতীকী' তালা দিয়ে বিক্ষোভ দেখালেন লকেট-অগ্নিমিত্রারা। পাশাপাশি আর জি করের মাথা ধরো স্লোগান দিয়ে হাজরা মোড়ে প্রতিবাদে সামিল হল সিপিএম। পথে নামলেন নৌশাদও। 'সিবিআইকে চেপে ধর' বলে পাল্টা কর্মসূচি পালন করল টিএমসিপি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Calcutta High Court: 'ছাত্র সমাজে'র আহ্বায়ক সায়ন লাহিড়িকে জেল থেকে মুক্তির নির্দেশ কলকাতা হাইকোর্টের