সমীরণ পাল, দেগঙ্গা: ২১ জুলাই ধর্মতলায় আয়োজিত তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে প্রচার সভার আয়োজন করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সেই রকমই একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল মধ্যমগ্রাম বিধানসভার চণ্ডীগড় রোহন্ডা গ্রাম পঞ্চায়েতের রোহন্ডা গ্রামে। ওই সভায় আইএসফের স্থানীয় পঞ্চায়েত সদস্যা পারভিনা বিবি তৃণমূলে যোগ দিচ্ছে বলেন মঞ্চ থেকে ঘোষণা করেন ঘাসফুল শিবিরের বারাসত ২ নম্বর ব্লক সভাপতি শম্ভু ঘোষ।
কিন্ত বাস্তব ক্ষেত্রে দেখা যায়, মাইকে ঘোষণা করা হয় পারভিনা বিবি আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ করছেন এই ঘোষণা করা হলেও আদতে তিনি ওই সভাস্থলে উপস্থিতই হননি। বরং হাজিরর রয়েছেন তাঁর স্বামী আইজ্জুদিন মোল্লা। মাইকে পারভিনা বিবির যোগদান করার কথা ঘোষণা করা হলেও তাঁর স্বামীকে যোগদান করছেন এই খবর শোনার পরেই মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করেন শম্ভু ঘোষ। ক্ষোভে উত্তেজিত হয়ে পড়েন সেখান উপস্থিত নেতা-কর্মীরাও।
আরও পড়ুন: Kolkata Weather: সোমবার কি বৃষ্টি হবে? না বাড়বে গরম কলকাতায়
তাঁদেক কথায়, পঞ্চায়েত সদস্যা উপস্থিত নেই তাহলে তৃণমূলে কীভাবে যোগদান করবেন তাঁদের দাবি পঞ্চায়েত সদস্যার স্বামী উপস্থিত থাকলে হবে না যিনি পঞ্চায়েত সদস্যা তাঁকে উপস্থিত থাকতে হবে। বিষয়টি নিয়ে কর্মীদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সম্ভূ ঘোষ মঞ্চের উপ মেজাজ হারান। এরপর সিদ্ধান্ত বদল করা হয়। শম্ভু ঘোষ জানান, আইএসএফের পঞ্চায়েত সদস্যা তৃণমূলে যোগদান করবেন বলে লিখিত জানিয়ে ছিলেন। সেইমতো তিনি উপস্থিত হননি তাই দলের যোগদান করানো যায়নি তবে আমাদের এই কর্মসূচি দলবদলের কর্মসূচি ছিল না। ২১শে জুলাই এর প্রস্তুতি সভা ছিল।
এ বিষয় নিয়ে বারাসাত ২ নম্বর ব্লকের আইএসএফের অবজারভার শেখ নাজিমউদ্দিন বলেন, "আইএসএফের কোনও পঞ্চায়েত সদস্যা চোর-চারটার দল তৃণমূলের যোগদান করবেন না এ বিষয়ে তাঁদের কিছু জানার নেই বরং তৃণমূলের কিছু পঞ্চায়েত সদস্য এই চোরদের দলে থাকবেন না আই এস এফ যোগদান করবে বলে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।