প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: পাওলো কোয়েলহোর বিশ্বখ্যাত বই 'দ্য অ্যালকেমিস্ট'-এ ব্রাজিলিয়ান লেখক মনে করিয়ে দিয়েছিলেন-“Once you're done aiming, pull the trigger”- 'আমরা যদি সত্যি মন থেকে কিছু চাই, পুরো বিশ্ব আমাদের সে চাওয়াকে প্রাপ্তির রূপ দিতে চেষ্টা করে'। প্রথম বাঙালি সাইকেলিস্ট হিসেবে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে রেকর্ড করা বাপি দেবনাথের গল্প যেন সেই কথাই বলে।
এভারেস্ট- যেমন স্বপ্ন ছোঁয়ার শিখর তেমন বিশ্বের সর্বোচ্চ শিখরে যাত্রার প্রতিটি খাঁজে ওৎ পেতে থাকে মৃত্যু। সামান্যতম ভুল সংশোধনের সুযোগ পাওয়া যায় না সেখানে। প্রতি মুহূর্তে আবহাওয়া বদলায় সেখানে। উচ্চতা এবং অক্সিজেন অভাব অনেকসময়ই অজানা বিপদ ডেকে আনে। সেই বিপদের ভয় না করেই দু-চাকায় ভর করে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছলেন বঙ্গতনয় বাপি।
ত্রিপুরার রাজধানী আগরতলার চন্দ্রপুরের বাসিন্দা বাপি দেবনাথ প্রথম বাঙালি সাইকেলিস্ট যিনি নয়া রেকর্ডও গড়লেন। এর উত্তর প্রদেশের উমা সিং (২০২২), শিবম প্যাটেল (জুন,২০২২) এর পর ভারতের তৃতীয় সাইকেলিস্ট হিসেবে ১৪ জুলাই এই কৃতিত্ব অর্জন করেন ৩৪ বছরের এই সাইকেলিস্ট। এভারেস্টের বেসক্যাম্পে আসা বিশ্বের অষ্টম সাইকেলিস্ট তিনি।
আরও পড়ুন, মেট্রোয় তুমুল ঝগড়া, অশান্তি থামাতে গিয়ে চড় খেয়ে গেলেন ব্যক্তি!
এভারেস্ট বেস ক্যাম্প থেকেই তিনি জানিয়েছেন ২১ মে ২০২৪ একটি সাধারণ সিঙ্গেল গিয়ারের সাইকেল নিয়ে কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলেন। কলকাতা থেকে বেনারস হয়ে অযোধ্যা, পঞ্জাব, কাঠমান্ডু হয়ে আজ এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে সাইকেল চালানো শেষ করেন তিনি।
এর আগে দুই ভারতীয় মাল্টি গিয়ার বাইসাইকেল নিয়ে গিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। বর্তমানে কলকাতায় সিনেমেটোগ্রাফি ও এডিটিং এর কাজ করেন বাপি দেবনাথ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে