সুনীত হালদার, হাওড়া: রক্তাক্ত অবস্থায় জখম হয়ে রাস্তায় পড়েছিল এক যুবক। বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন পথচারী মানুষরা। তারপর জগাছা থানার পুলিশ (Jagacha police station) এসে তাঁকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় (Howrah News)। 


আরও পড়ুন: Madhyagram News: উপস্থিত না থাকলেও তৃণমূলের যোগদান সভায় ISF পঞ্চায়েত সদস্যার নাম ঘোষণা, বিতর্ক মধ্যমগ্রামে


স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে হাওড়ার জগাছা থানার অন্তর্গত অরবিন্দ রোড এলাকায় আচমকা চাঞ্চল্য ছড়ায়। এক যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। এরপর পুলিশের কাছে খবর আসে গুলি চালানো হয়েছে যুবককে লক্ষ্য করে। জগাছা থানার পুলিশ এসে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।


আরও পড়ুন: Bengal Cyclist Everest: সাইকেলে চড়ে এভারেস্ট বেসক্যাম্পে ত্রিপুরার বাপি, দু'চাকায় ভর করেই গড়লেন রেকর্ড


পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম রাজ। হাওড়ার আমতা এলাকার বাসিন্দা ওই যুবক একটি মেশিন বসিয়ে কাজ করে।  গুরুতর জখম হলেও তার শরীরে কোনও বুলেটের আঘাত নেই। তবে মাথা, ঠোঁট, কপাল এবং হাতে আঘাতের চিহ্ন আছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ। ঠিক কী কারণে ওই যুবক জখম হল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জখম ওই যুবকের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনও লিখিত অভিযোগ না করা হলেও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর পেছনে কোনও ব্যক্তিগত শত্রুতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে যুবকটির শারীরিক অবস্থার অবনতি হওয়া এখন হাওড়া হাসপাতাল থেকে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর থেকে ওই যুবকের অবস্থা স্থিতিশীল। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে জগাছা এলকায়। যারা ওই যুবককে মারধর করেছে তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Hooghly BJP : হুগলিতে তুলকালাম ! সুকান্তকে পেয়েই দল থেকে কোন 'নোংরা লোক'দের তাড়ানোর আর্জি জানালেন বিক্ষুব্ধরা?