সৌরভ বন্দ্যোপাধ্যায়, বলাগড়: রাস্তার মাঝখানে আগুন লেগে দাউদাউ করে জ্বলছে একটি লরি। চোখের সামনে এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার বলাগড়  ব্লকের এস টি কে কে রোডে STKK)।


আরও পড়ুন: RG Kar Doctor Murder case: "রাজ্য তথ্য প্রমাণ লোপাট না করলে নির্যাতিতার পরিবার বিচার পাবেই", দাবি সুভাষ সরকারের


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে ছয় চাকার একটি লরিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। বলাগড় ব্লকের বড়াল মোড়ের কাছে নির্মীয়মাণ টোল প্লাজার ডাউন লেনে ডিভাইডারের ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় গাড়িটি। 


টোল প্লাজার কর্তব্যরত কর্মচারীরা জানান,ওই লরিটিতে আগে থেকেই আগুন জ্বলছিল ব্রেক মারার পরে ড্রাইভার আগুন দেখতে পেয়ে গাড়ি থেকে পালিয়ে যান। এদিকে রাস্তার মাঝখানে এভাবে একটি লরিতে আগুন লেগে যাওয়ার ঘটনায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে এস টি কে কে রোডের এক অংশের যান চলাচল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মদ্যপ ব্যবস্থায় গাড়ি চালাচ্ছিল ড্রাইভার। এই আচমকা আগুন লেগে যায়।


আরও পড়ুন:  Sukanta Majumdar: 'মমতার বাড়িতেও যাক CBI, ওঁর ফোনও বাজেয়াপ্ত করা হোক', দাবি তুললেন সুকান্ত


প্রসঙ্গে নির্মীয়মাণ টোল প্লাজার ম্যানেজার গিয়াসউদ্দিন খান বলেন,  "গতকাল রাতে আমার নাইট ডিউটি ছিল। হঠাৎ দেখতে পাই একটি গাড়ি এসে দাঁড়িয়ে গিয়ে দাউদাউ করে আগুন জ্বলছে। খবর পেয়ে বলাগড় পুলিশ থানার অফিসাররা দমকল ডেকে এনে দ্রুততার সঙ্গে গাড়ির আগুন নেভান  দীর্ঘক্ষণ বাদে আগুন নেভানোর  হাইড্রা মেশিন দিয়ে ডাউন লেন খালি করে দেওয়া হয়।


আরও পড়ুন: RG Kar CBI Raids: চিকিৎসা-বর্জ্য, মৃতদেহ নিয়েও দুর্নীতির অভিযোগ, RG কর নিয়ে তৎপর CBI, ১৫টি জায়গায় হানা


ওই টোল প্লাজার মিস্ত্রি ভুবন কয়েল জানান  সারাদিন পরিশ্রমের পর রাত্রি বেলা যখন ঘুমাচ্ছি তখন শুনতে পাই গাড়িতে আগুন লেগেছে। বাইরে বেরিয়ে দেখি একটি গাড়ি দাউ উ করে জ্বলছে। তখনই আমরা অফিসারদেরকে খবর দিই। পরে দমকল এসে গাড়ির আগুন নেভায়।" 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: RG Kar News: আজই কি হতে চলেছে আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট?