রাজীব চৌধুরী,খড়গ্রাম: মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামের (Khargram) দিয়ারা মল্লিকপুর গ্রামে গুলি চলার জেরে উত্তেজনা তৈরি হল। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে।


স্থানীয় সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে বচসা ও হাতাহাতির মাঝেই গুলি চালানোর অভিযোগ উঠল। বুধবার দুপুরে দিয়ারা মল্লিকপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও ওই গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্যা জিতা খাতুন ও তাঁর অনুগামীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বচসা পরিণত হয় হাতাহাতিতে। তুমুল ঝামেলা চলার মাঝেই এক যুবক পকেট থেকে পিস্তল বের করে পরপর দু-রাউণ্ড গুলি চালায় বলে অভিযোগ। যদিও এই ঘটনার ফলে এখনও পর্যন্ত কারও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


আরও পড়ুন: BSF: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের ব্যর্থ সোনা পাচারের চেষ্টা, প্রায় কোটি টাকার সোনা সহ গ্রেফতার পাচারকারী


এদিকে এই ঘটনায় কংগ্রেসের খড়গ্রামের ব্লক সভাপতি গুলি চালানোর ঘটনায় অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আলতামাস কবীরের বিরুদ্ধে। যদিও গুলি চলার ঘটনা অস্বীকার করে এই ঘটনাকে পারিবারিক অশান্তির জেরে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে খড়গ্রাম থানার পুলিশ। শুরু হয়েছে তদন্তও।  লোকসভা নির্বাচনের ঠিক আগে এদিন প্রকাশ্য দিবালোকে গুলি চালনার ঘটনায় আতঙ্কিত স্থানীয় এলাকার বাসিন্দারা।


প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে। নানা জায়গায় যেমন এক দল ছেড়ে অন্য দলে যোগ দানের ঘটনা ঘটছে তেমনি রাজনৈতিক সংঘর্ষও হচ্ছে প্রায় প্রতিদিনই। যার ফলে ছড়াচ্ছে রাজনৈতিক উত্তাপ। বহরমপুরে রামনবমীর মিছিলে গণ্ডগোলের জেরে সেখানে লোকসভা ভোটের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে স্বয়ং কলকাতা হাইকোর্ট। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশ সম্পূর্ণ ব্যর্থ বলেও কটাক্ষ করছে বিরোধী দলগুলি। এর মধ্যে বুধবার খড়গ্রামে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে হওয়া সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ ওঠায় উত্তেজনা আরও বেড়েছে।


আরও পড়ুন: Kunal Ghosh: এমন ব্যবহারের পরও তৃণমূলে থাকবেন? ইঙ্গিতপূর্ণ জবাব কুণালের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।