শুভেন্দু ভট্টাচার্য, ঘোকসাডাঙা (কোচবিহার): ফের মাথাভাঙার (Mathabanga) ২ নম্বর ব্লকে ঢুকে পড়ল বাইসন (Byson)। শনিবার কোচবিহারের (Coochbehar) মাথাভাঙার ২ নম্বর ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েতের রামঠেঙ্গা গ্রামে দোলং নদী তীরবর্তী এলাকায় ভোরবেলা দুটি বাইসন প্রথম দেখতে পান বিপুল দেবনাথ নামে এক ব্যক্তি। 


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার ভোরেও বিপুলবাবু শরীর চর্চা করতে বেরিয়েছিলেন। তখনই তাঁর চোখে পড়ে এলাকায় ঘুরে বেরাচ্ছে দুটি বাইসন। এই খবর চাউর হতেই এলাকায় আতঙ্ক তৈরি হয়। বিষয়টি শুনতে পেয়ে ছুটে আসে ঘোকসাডাঙা থানার পুলিশ এবং কোচবিহার বন বিভাগের সহ অধিকর্তা বিজন কুমার নাথ সহ বন দফতরের কর্মীরা। 


আরও পড়ুন: Mamata Banerjee: সন্দেশখালিতে অস্ত্র রাখল কে? মুখ খুললেন মমতা, BJP-কে বললেন, 'চাকরি খেয়ে ভোটে জেতা যায় না'


এখন ভুট্টা চাষের মরশুম তাই বিস্তীর্ণ এলাকা জুড়ে ভুট্টার ক্ষেত। তার মধ্যেই বনকর্মীরা বাইসন দুটিকে ঘুম পাড়ানোর চেষ্টা করলে বাইসন দুটি একটি ভুট্টা ক্ষেতের থেকে অন্য ভুট্টা ক্ষেতে ছুটতে থাকে। পরিস্থিতি দেখে মাইক করে এলাকায় প্রচার চালায় বন দফতর। বিষয়টি সম্পর্কে সবাই যাতে সর্তক ও সাবধান থাকে তার চেষ্টা করতে থাকে।  অবশেষে নিউ চেংড়াবান্ধা গ্রাম এলাকায় বাইসন দুটিকে ঘুম পাড়াতে সক্ষম হন বন দফতরের কর্মীরা। খবর হয়ে ওই দুটি বাইসনকে দেখতে ঘটনাস্থলে ভিড় জমান প্রচুর উৎসুক মানুষ। এই ঘটনার ফলে ভুট্টা ক্ষেতের ক্ষতি হলেও কোনও রকম দুর্ঘটনা ঘটেনি বলে জানা গেছে। অনুমান করা হচ্ছে বাইসন দুটি রাতের অন্ধকারে জলদাপাড়া জঙ্গল থেকে পথ ভুলে এই জায়গায় এসে পৌঁছেছে। 


প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০ তারিখ সকালে কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকার জনবসতি এলাকায় একটি বাইসন ঘোরাঘুরি করছে বলে খবর পাওয়া যায়। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসার পরে খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় বাইসন দেখতে ভিড় জমে যায় উৎসুক জনতার। পাশাপাশি খবর দেওয়া বন দফতরে। তারা এসে যখন বাইসনটিকে ধরার চেষ্টা করছিল তখন উৎসুক জনতার মধ্যে কেউ কেউ সেটিকে বিরক্ত করে। এর ফলে হামলা চালায় বাইসনটি। যার জেরে জখম হয় তিনজন। 


আরও পড়ুন: Dilip On Shahjahan: শেখ শাহজাহান রোহিঙ্গাদের এনে ক্যাম্প করেছিল, খরচ দিত জেলা পরিষদ : দিলীপ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।