Mamata Banerjee: সন্দেশখালিতে অস্ত্র রাখল কে? মুখ খুললেন মমতা, BJP-কে বললেন, 'চাকরি খেয়ে ভোটে জেতা যায় না'

Mamata Attacks Modi: রবিবার শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে বেরিয়েছিলেন মমতা।

Continues below advertisement

কুলটি: নির্বাচনী সভা থেকে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার নিয়ে নতুন করে শওরগোল রাজ্য রাজনীতিতে। সেই আবহেই কেন্দ্রকে, মোদিকে নিশানা করলেন মমতা। বাংলায় চকোলেট বোমা ফাটলেও CBI, NIA, NSG পাঠিয়ে দেওয়া হয় বলে মন্তব্য করলেন তিনি। সন্দেশখালিতে উদ্ধার বলে যে অস্ত্র দেখানো হচ্ছে, তা তদন্তকারী সংস্থাই এনে রেখে দিয়ে থাকতে পারে বলেও এদিন দাবি করেন মমতা। (Mamata Banerjee)

Continues below advertisement

শনিবার শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে বেরিয়েছিলেন মমতা। সেখানেই সরাসরি মোদিকে আক্রমণ করেন। মমতা বলেন, "এত মিথ্যে কথা বলেন কেন আপনি? এখানে চকোলেট বোমা ফাটলেও CBI, NIA, NSG পাঠান, যেন কোনও যুদ্ধ হচ্ছে। সব একতরফা, রাজ্য পুলিশকে কিছু জানানো হয় না। কোথা থেকে, কী পাওয়া গিয়েছে...হতে পারে নিজেরাই গাড়িতে ভরে এনেছিলেন। কোনও প্রমাণ নেই যে ওখান থেকেই উদ্ধার হয়েছে।" (Mamata Attacks Modi)

এত মিথ্যে কথা বলেন কেন! এখানে চকোলেট বোমা ফাটলেও সিবিআই, এনআইএ, এনএসজি পাান, যেন কোনও যুদ্ধ হচ্ছে। সব একতরফা, রাজ্য পুলিশকে জানায়নি কিছু। কোথা থেকে পাওয়া গিয়েছে, কী পাওয়া গিয়েছে, হতে পারে নিজেরাই গাড়িতে ভরে এনে দেখিয়েছেন। কোনো প্রমাণ নেই যে ওখান থেকে উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: ‘জিনিসপত্র মহার্ঘ্য, কিন্তু আপনার দাম পড়ে গিয়েছে মোদিবাবু’, নির্বাচনী সভায় মমতা

সন্দেশখাসলিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় এদিন তৃণমূলের তরফে নির্বাচন কমিশনকেও চিঠি দেওয়া হয়। নির্বাচনী মরশুমে, ভোটগ্রহণ চলাকালীন CBI-NSG তল্লাশি নিয়ে নালিশ করে তারা। তৃণমূলের দাবি, তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই নির্বাচনের দিন CBI-এর এই তল্লাশি। ভোটের মধ্যে এই ধরনের অভিযান ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে। তাই কমিশনের এ নিয়ে পদক্ষেপ করা উচিত বলে চিঠিতে জানানো হয়। 

সন্দেশখালিতে এক বিজেপি নেতার বাড়িতে বোমা জড়ো করে রাখা হয়েছিল, তাঁর কাছে এমন খবর রয়েছে বলেও এদিন জানানমমতা। তিনি বলেন, "বোমা মেরে, চাকরি খেয়ে নির্বাচন জিততে পারবে না। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই। রোটি-কপড়া-মকান চাই, আপনার ভাষণ চাই না।" অথচ জিনিসপত্রের দাম বাড়িয়ে কেন্দ্র দরিদ্র মানুষদের উপর অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেন। মোদির মতো 'মিথ্যাবাদী', 'জুমলাবাজ' প্রধানমন্ত্রী কখনও দেখেননি বলেও মন্তব্য করেন মমতা।

Continues below advertisement
Sponsored Links by Taboola