ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: দুবরাজপুরে বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই এবার নানুরে উদ্ধার এক ডজনেরও বেশি তাজা বোমা।  গতকাল রাতে যজ্ঞিনগর গ্রামে অভিযান চালায় বোলপুর থানার পুলিশ।  মাঠের ধারে মাটিতে পোঁতা ছিল জারিকেন ভর্তি বোমা। ১২-১৩টি বোমা রয়েছে বলে পুলিশের অনুমান। খবর দেওয়া হয়েছে সিআইডি-র বম্ব স্কোয়াডে। পঞ্চায়েত ভোটের আগে এভাবে বোমা মজুত করা হচ্ছে বলে স্থানীয়দের আশঙ্কা 


রাজ্যের অন্যত্রও বাজি উদ্ধার 


নদিয়ার কৃষ্ণনগর থেকে আড়াই কুইন্টাল বাজি উদ্ধার করল পুলিশ। রাতে অভিযান চালিয়ে কালীনগরের একটি গুদাম থেকে বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়। গুদাম মালিকের সন্ধান চালাচ্ছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এগরাকাণ্ডের পর দিনকয়েক আগে নবদ্বীপে তল্লাশি চালিয়ে প্রচুর বেআইনি বাজি উদ্ধার করে। ২ বাজি ব্যবসায়ীকে গ্রেফতারও করা হয়েছে।


পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূমের পর এবার উত্তর ২৪ পরগনা। একইদিনে দত্তপুকুর, বেলঘরিয়া ও রহড়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি বাজি। একাধিক গুদামে তল্লাশি চালিয়ে ১০ টন নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ। বেআইনি বাজি মজুতের অভিযোগে জাকির হোসেনকে নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গুদামের মালিক পলাতক। বেলঘরিয়ার বিবেকানন্দ নগর থেকেও ৩০০ কেজি বেআইনি বাজি উদ্ধার করেছে পুলিশ। রহড়ার বলাগড় রায়পাড়াতেও অভিযান চালায় পুলিশ। প্রায় ৫০০ কেজি বেআইনি বাজি উদ্ধার। গ্রেফতার ২ বাজি ব্যবসায়ী 


এবার মালদার ইংরেজবাজারে বাজির বলি দুই। পুরসভার নাকের ডগায় পুর বাজারের মধ্যে বাজির দোকান। আজ সকাল ৬টা নাগাদ সেই বাজির দোকানে আগুন লাগে। ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু হয় ২ জনের। দোকানের শাটার ভেঙে একজনের দগ্ধ দেহ উদ্ধার হয়। গুরুতর জখম আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ পড়েন এক দমকল কর্মীও। ইংরেজবাজারে পুর-বাজারে ওই দোকানে প্রচুর বাজি মজুত করা ছিল। একের পর এক বিস্ফোরণ হয়।  পাশের আরও ৪টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।ঘটনাস্থলে যান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান  কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। পুরসভার বাজারে এই বাজির দোকানের আইনি বৈধতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এগরা থেকে শুরু করে বজবজ, ইংরেজবাজার। ৭ দিনের মধ্যে রাজ্যে বিস্ফোরণে প্রাণ গেল ১৬ জনের।