সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়া জেলা কংগ্রেসের নামে বানানো ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে বলে অভিযোগ। পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতির নাম ও মোবাইল নম্বর রয়েছে সেই ফেসবুক পেজের অ্যাডমিনের নম্বরে। হ্যাক হওয়া পুরুলিয়া জেলা কংগ্রেসের সেই ফেসবুক পেজের স্টোরি খুললেই দেখা যাচ্ছে 'অশ্লীল' ছবি। পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো।


Indian National Congress - Purulia নামের ফেসবুক পেজ হ্যাক হয়েছে এবং জাষ্টিস ফর তপন কান্দু পেজ হ্যাক হয়েছে।  পুরুলিয়া জেলা কংগ্রেসের নামে একাধিক ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে বলে অভিযোগ পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতির। এই মর্মে আজ পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। উপস্থিত ছিলেন অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা।  


প্রসঙ্গত, গত বছরের শেষেও উঠে এসেছিল ভয়াবহ অভিযোগ।  তৃণমূল ( TMC ) কংগ্রেসের এক ফেসবুক পেজ ভরে গিয়েছিল অশ্লীল ছবিতে। আর সেই ফেসবুক পেজের প্রোফাইল ছবিতে মুখ ব্যবহার করা হয়েছিল তৃণমূলেরই এক মহিলা মন্ত্রীর ।  এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল মালদা জেলায় ( Malda ) ।  মোথাবাড়ির তৃণমূল বিধায়ক, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ( Sabina Yeasmin  ) ছবি দেখে যাঁরাই ওই পেজে ঢুকেিলেন তাঁরাই চমকে উঠেছিলেন। চক্ষু চড়কগাছ হয়েছিল এমন অশালীন ছবি দেখে। 


অশালীন ছবি ও সেই সংক্রান্ত পোস্টে ভরা তৃণমূল যুব কংগ্রেসের ওই ফেসবুক পেজ। স্বাভাবিক ভাবেই বোঝা গিয়েছিল পেজটি হ্যাক হয়েছে। ফেসবুক পেজটি ছিল ‘মোথাবাড়ি তৃণমূল যুব কংগ্রেস’ নামে। এই ফেসবুক পেজ থেকে এমন একাধিক পোস্ট করা হয়।  এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল মোথাবাড়ি এলাকায়। কে বা কারা এই কাজ করেছিল তা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক দোষারোপের পালা।  ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন কালিয়াচকের ব্লক যুব তৃণমূল সভাপতি তহিদুর রহমান । কালিয়াচক থানায় দায়ের হয়েছিল অভিযোগ । 


আরও পড়ুন, 'পদত্যাগ-দেহত্যাগের কথা বলছে, পাবলিক এদের ত্যাগ করলে জ্ঞান হবে', মন্তব্য দিলীপের


দলের ফেসবুক পেজে আপত্তিকর পোস্টের নেপথ্যে বিরোধীদের চক্রান্ত ছিল বলে অভিযোগ করেছিলেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেছিলেন, ' রাজনৈতিক লড়াই লড়তে না পেরে...আমরা যেটা মনে করছি এটা বিরোধীদের চক্রান্ত। বিশেষ করে বিজেপি এইগুলো করছে। তারা অপব্যবহার করছে ফেসবুককে'।