তুহিন অধিকারী, বাঁকুড়া: চিকিৎসক পরিচয় দিয়ে একজন নার্সকে প্রেমের জালে ফাঁসিয়ে ছিল। তারপর বিয়ে করতেও এসেছিল। কিন্তু, শেষ রক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়ে শ্রীঘরে যেতে হল ভুয়ো চিকিৎসক (Fake doctor) পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) জয়পুরে (Jaipur)।


স্থানীয় সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের খড়বাড়ি গ্রামের বাসিন্দা বাপি চাঁদপারি পেশায় একজন দুধ বিক্রেতা। নিজেকে এসএসকেএম অর্থাৎ পিজি হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে বাঁকুড়ার জয়পুরের বাসিন্দা ও কল্যাণীতে কর্মরত একজন নার্সকে প্রেমের জালে ফাঁসায় সে। ফেসবুকে পরিচয় হওয়ার পর দীর্ঘ ছ-মাস ধরে চলে প্রেমালাপ। অবশেষে দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। 


আরও পড়ুন: Adhir On Kunal: "কুণাল ঘোষকে খুনও করিয়ে দিতে পারে", বিস্ফোরক দাবি অধীর চৌধুরীর


এরপর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বরযাত্রী সমেত মুর্শিদাবাদ থেকে ওই ভুয়ো চিকিৎসক বিয়ে করতে আসে বাঁকুড়ার জয়পুরে। সেখানে আসার পর সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু, সিঁদুর দানের আগেই মেয়ের বাড়ির লোকজন বরযাত্রীদের কাছ থেকে জানতে পারেন যে বাপি চাঁদপারি একজন ভুয়ো চিকিৎসক। আদতে পেশায় সে একজন দুধ বিক্রেতা। এরপরই নতুন বধূর সাজে সজ্জিত মেয়ের পরিবারের লোকজন এবং আত্মীয়দের রোষের মুখে পড়ে ওই ভুয়ো চিকিৎসক বর। সবাই মিলে তাকে আটকে রেখে খবর দেন জয়পুর থানায়।:


আরও পড়ুন: Lok Sabha Election 2024: 'গদ্দার' শব্দের অর্থ কী? বোঝালেন দেব, 'সমর্থন' কুণালের


খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানা পুলিশ। সমস্ত কিছু শোনার পর ভুয়ো ওই চিকিৎসককে মেয়ের পরিবারের লোকজনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় জয়পুর থানায়। পরে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় ওই ভুয়ো চিকিৎসককে। মেয়ের পরিবারের তরফে অভিযোগ পেয়ে সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ। অভিযুক্তকে শুক্রবার বিষ্ণুপুর মহকুমা আদালতেও তোলা হয় জয়পুর থানা পুলিশের পক্ষ থেকে। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃতকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। বিষয়টি জানাজানি হওয়ার পরে উত্তেজনা ছড়িয়ে বাঁকুড়ার জয়পুর এলাকায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Dev: ভোটপ্রচারে বেরিয়ে 'কপ্টার-বিভ্রাট'! যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ দেবের কপ্টারের