ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : এবার জালে ভুয়ো RAW অফিসার। কখনও আইপিএস কখনও RAW-এর অফিসার হিসেবে ভুয়ো পরিচয়ে রাজ্যপাল (Governor) থেকে শুরু করে নির্বাচন কমিশনারকে (State Election Commissionor) চিঠি পাঠানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ৫ জানুয়ারি পর্যন্ত ধৃতের পুলিশ (Police) হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতের স্ত্রীর দাবি, স্বামী এসব করতেন, কিছুই জানতেন না তিনি।
নিজেকে পরিচয় দিতেন RAW-এ কর্মরত আইপিএস অফিসার হিসেবে। শুধু তাই নয়, নকল লেটার হেড ছাপিয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল থেকে শুরু করে নির্বাচন কমিশনারকে। এই অভিযোগে রবীন্দ্র সরোবর থানা এলাকার কাঁকুলিয়া রোডের বাড়ি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত বছর ৪৬-এর মণিময় মণ্ডল পেশায় হোমিওপ্যাথ চিকিৎসক (Homeophatic Doctor)।
পুলিশ সূত্রে খবর, মার্চ মাসে রুদ্রচণ্ডী সান্যাল নামে RAW-এর আইপিএসের লেটার হেডে চিঠি আসে রাজভবনে। সন্দেহ হওয়ায় ২৫ মার্চ রাজভবনের তরফে বিষয়টি কলকাতার পুলিশ কমিশনারকে জানানো হয়। ২৬ মার্চ সুরেশ হাজরা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তাঁকে জেরা করে মণিময় মণ্ডলের নাম জানা যায়। জানা যায়, রুদ্রচণ্ডী সান্যাল নামে যে চিঠিগুলি ডাক মারফত মণিময় পাঠাতেন, সেগুলি পোস্ট করতেন সুরেশ। এরপরই আদালতে আগাম জামিনের আবেদন করেন মণিময়। সেই আবেদন খারিজ হয়ে যায়। পুলিশের দাবি, এরপর থেকেই পলাতক ছিলেন মণিময়।
প্রসঙ্গত, ভুয়ো আইএএস অফিসার দিয়ে দেবাঞ্জন দেব-এর একের পর এক কর্মকাণ্ডের খবর ফাঁস হওয়ার পর চাঞ্চল্য তৈরি হয়েছিল রাজ্যজুড়ে। কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয়ে প্রথমে মাস্ক ও স্যানিটাইজার বিলি করে কলেজ কর্তৃপক্ষের আস্থা অর্জন করেন দেবাঞ্জন। বিভিন্ন জায়গাতে ভুয়ো ভ্যাকসিন শিবিরও চালানো হয়। একের পর এক অভিযান চালিয়ে তারপর বহু ভুয়োদের গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন- এবার মেদিনীপুরে গ্রেফতার ভুয়ো আইপিএস অফিসার, উদ্ধার আইপিএস ব্যাজ, টুপি, আইডি, হলস্টার