সুদীপ্ত আচার্য, কলকাতা: ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল বিনোদন জগতে। গত ১৪ দিনে তিন মডেল-অভিনেত্রীর রহস্যমৃত্যু হয়েছে। আর এবার গভীর রাতে বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল মেকআপ আর্টিস্টের (Makeup Artist Death)। গতকাল গভীর রাতে বাড়ি থেকে উদ্ধার হয় ঝুলন্ত মৃতদেহ। মৃত মেকআপ আর্টিস্টের নাম সরস্বতী দাস (Saraswati Das)। গতকাল রাতেও পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পাননি যে তারপরই এমন কাণ্ড ঘটতে পারে বলে। মেকআপের পাশাপাশি ফোটোশ্যুটের কাজও করতেন।
কী বলছেন মৃতার পরিবারের সদস্যরা?
প্রাণোবন্ত মেয়ে বছর আঠেরোর সরস্বতী দাসের মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা। বারবার জানাচ্ছেন, তাঁরা কেউই এমন ঘটনা আন্দাজ করতে পারেননি। মৃতার দিদা বলেন, 'আমি পাশের ঘরেই ছিলাম। গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ঝুলছে।' পরিবার সূত্রে খবর, দিদার বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন সরস্বতী। মৃতার মা কথা বলার মতো জায়গায় নেই। কাঁদতে কাঁদতে একটাই কথা তিনি বলছেন, 'জিজ্ঞাসা করেছিলাম, কারও সঙ্গে কি সম্পর্ক আছে? থাকলে বল। কিন্তু কিচ্ছু বলেনি। কাল বিকেলেও বেরলো। পছন্দের হলুদ জানা পরে গেল। আমাদের সঙ্গে কিথু শেয়ার করেনি। শুধু বলেছিল, নিজে বিয়ে করে নেব। কেরিয়ারে মন দিতে চাইত।' মৃতার মাসি জানাচ্ছেন, ভালো কাজ করতে চাইত সবসময়। তাহলে কী কারণে এই মৃত্যু? সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কোনও কারণ? মেকআপ আর্টিস্টের অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে উঠছে নানা প্রশ্ন। পুলিশ সূত্রে দাবি, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে আত্মহত্যা (Suicide) বলেই অনুমান করা হচ্ছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন - Top Entertainment News Today: এক ঝলকে বিনোদনের জগতের এক ডজন খবর
মৃতার পরিবার সূত্রে খবর, মেকআপ আর্টিস্টের কাজের পাশাপাশি করতেন নানা ভিডিও শ্যুটের কাজও। এছাড়াও প্রাইভেট টিউশনও করতেন। প্রাণবন্ত মেয়েটার যে হঠাত্ করে কী হলে ভেবে পাচ্ছেন না পরিজনরা। মেকআপ আর্টিস্ট সরস্বতী দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।