IAF Agniveer Vayu 2023: 'অগ্নিবীর বায়ু' পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু, কীভাবে পূরণ করবেন ফর্ম ?

IAF Agniveer Vayu 2023 Registration: ভারতীয় বায়ুসেনায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই অগ্নিবীর বায়ুর প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে কর্তৃপক্ষ।

Continues below advertisement

IAF Agniveer Vayu 2023 Registration: ভারতীয় বায়ুসেনায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই অগ্নিবীর বায়ুর প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে কর্তৃপক্ষ। এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে প্রার্থীরা অফিসিয়াল সাইট agnipathvayu.cdac-এ গিয়ে আবেদন করতে পারবেন। এই নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করার শেষ তারিখ ৩১ মার্চ ২০২৩ রাখা হয়েছে৷ 

Continues below advertisement

Jobs IAF Agniveer: কবে হবে পরীক্ষা ?
অগ্নিবীর বায়ু নিয়োগের পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হবে৷ পরীক্ষার জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৩১ মার্চ ২০২৩ তারিখে ৫ টায় বন্ধ হবে৷ এই পরীক্ষার জন্য আবেদনকারী প্রার্থীদের জন্ম ২৬ জুন ২০০৬ থেকে ২৬ ডিসেম্বর ২০০২-এর মধ্যে হতে হবে৷ প্রার্থীদের অনলাইন আবেদনে আধার নম্বর লিখতে হবে৷ পরীক্ষায় আবেদনকারী প্রার্থীদের অবিবাহিত হতে হবে।

IAF Agniveer Vayu 2023: শিক্ষাগত যোগ্যতা 
এই নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রার্থীদের অবশ্যই দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। প্রার্থীরা দ্বাদশ শ্রেণিতে আর্টস,কমার্স পড়ার সময় অঙ্ক, পদার্থবিদ্যা ও ইংরেজি বিষয় থাকতে হবে।  আবেদনকারীদের অবশ্যই ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও ৩ বছরের মেয়াদি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী ও ২ বছর মেয়াদি ভোকেশনাল কোর্স উত্তীর্ণরা এই পদে আবেদন করতে পারবেন।

IAF Agniveer Vayu 2023 Registration: এই পদের জন্য আবেদন ফি
এই নিয়োগ ড্রাইভের জন্য প্রার্থীদের আবেদন ফি দিতে হবে। নিয়োগ পরীক্ষার জন্য প্রার্থীদের 250 টাকা পরীক্ষার ফি দিতে হবে।

Jobs IAF Agniveer: কীভাবে রেজিস্ট্রেশন করবেন  ?
 1: প্রথমে সকল প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট agnipathvayu.cdac.in দেখুন
 2: এরপরে প্রার্থী রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন
 3: তারপর প্রার্থীরা রেজিস্ট্রেশন করুন ও আবেদনের সঙ্গে এগিয়ে যান
4: এখানে প্রার্থীরা পরীক্ষার ফি জমা করুন
5: এইপর্বে প্রার্থীরা ফর্ম জমা দিন
6: এবার প্রার্থী ফর্ম ডাউনলোড করুন
7: শেষে প্রার্থীর আবেদনপত্রের একটি প্রিন্টআউট নিন

CISF Recruitment: অগ্নিবীরদের জন্য দারুণ ঘোষণা। এবার থেকে সেন্ট্রাল রিজার্ভ সিকিউরিটি ফোর্স (CISF)-এ নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের জন্য থাকবে ১০ শতাংশ সংরক্ষণ। পাশাপাশি বয়সসীমার ক্ষেত্রেও পাওয়া যাবে ছাড়। সম্প্রতি এই ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। কিছুদিন আগেই BSF-এ  নিয়ে নিয়োগে অগ্নিবীরদের জন্য একই ধরনের ঘোষণা করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। 

Agniveer Update: বয়সসীমাতেও থাকছে ছাড়

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, এবার থেকে বয়সের ঊর্ধসীমার ক্ষেত্রেও থাকছে ছাড়। বয়সসীমায় এই ছাড় অগ্নিবীরদের প্রথম অথবা পরের ব্যাচগুলিতে দেওয়া হবে। ইতিমধ্য়েই নতুন এই নিয়মের জন্য সেন্ট্রাল রিজার্ভ সিকিউরিটি ফোর্স (CISF)-এর ১৯৬৮ সালের আইনে সংশোধন করা হয়েছে। যেখানে বলা হয়েছে, এবার থেকে ১০ শতাংশ প্রাক্তন অগ্নিবীরদের জন্য CISF-এর নিয়োগে সংরক্ষণ দেওয়া হবে।

Agniveer Update: CISF-এর নিয়োগে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে অগ্নিবীরদের, বয়সসীমাতেও ছাড়

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola