পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ফের ভয়াবহ আগুনের ঘটনা রাজ্যে (Fire Incident)। আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ বাঁকুড়ার আমবাগান (Bankura Mango Garden)। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। ভয়াবহ আগুনে পুড়ল ফলন্ত আমেরবাগান। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা ব্লকের চৌকিমুড়া গ্রামের কাছে। ঘটনায় কয়েক লক্ষ টাকার আম-সহ আমের বাগান ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর আড়াইটা নাগাদ চৌকিমুড়া গ্রাম লাগোয়া আমের বাগান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৈরি সেই বাগানে আগুন লেগেছে, বুঝতে পেরেই বাগানে ছুটে যান স্থানীয়রা। দমকলে খবর দেওয়ার পাশাপাশি  প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। দমকল এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি। এদিকে আগুন ক্রমশই বাগান ছাড়িয়ে ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক তালগাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগানে লেগে যাওয়া আগুনে ভস্মীভূত হয়ে যায় বহু গাছ। সবমিলিয়ে ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার আম। কে বা কারা এই আগুন লাগিয়েছে ? তা এখনও জানা যায়নি।


তবে একটা বড় প্রশ্ন থেকেই গেল, তা হল যে আমকে ঘিরে এত কথা, এবার সেই আমকে নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছেন মালদার আমচাষীর দল।গত কয়েকদিনের তীব্রদাবদহের ফলে পোকার উপদ্রব বেড়েছে। আর যে কারণে মালদার অর্থকারী ফসল আম ক্ষতির মুখে। মাথায় হাত আমচাষীদের। চিন্তিত মালদা জেলা উদ্যানপালন ও বাগিচা দপ্তরের আধিকারিকেরা। জরুরী ভিত্তিতে এই পোকা উপদ্রব কমাতে আমচাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। মালদা জেলাতে ৩৩ হাজার হেক্টর জমিতে আমচাষ হয়। এই বছর চার লক্ষ মেট্রিক  টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়। পোকা আক্রমণের ফলে আম উৎপাদনের যে টার্গেট জেলা উদ্যান পালন ও বাগিচা দফতরের কর্তারা আশা করেছিলেন তাতে ভাঁটা পড়তে পারে, এমনই আশঙ্কা করছেন তারা। 


আরও পড়ুন, 'বাড়িতে অত্যাচার চালানো হত মুকুল রায়ের উপর', বিস্ফোরক দাবি দিলীপের 


 যদিও এই বছরের শুরুতে  আম উৎপাদনে অনুকূল আবহাওয়ার ফলে চাষী থেকে ব্যবসায়ী সকলেই খুশিতে ছিলেন। সময়ের আগেই মালদার আমবাগান মুকুলে পরিপূর্ণ হয়ে ওঠে। আমজনতাও মালদার আমের স্বাদ অল্প খরচে পাবে আশা করেছিলেন এমন। কিন্তু গত কয়েকদিনের তীব্রদাব কপালে ভাঁজ ফেলেছে সকলের। মালদার  আমে দেখা গিয়েছে দয়ে বা দুধিয়া পোকার আক্রমণ। আমের গাছ বেয়ে গুটি গুটি সাদা পোকা আমের বোটায় গিয়ে সব রস চুষে নিয়ে আমকে ঝরিয়ে দিচ্ছে। আর যা নিয়ে চিন্তিত আম চাষীরা।