সুনীত হালদার, হাওড়া: দাসনগর (howrah industrial area) শিল্পাঞ্চলে একটি লোহার গোডাউনে (iron warehouse fire) আগুনের ঘটনায় হইচই। দুপুর তিনটে নাগাদ গোডাউন থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। আশেপাশে প্রচুর কারখানা রয়েছে। আশপাশের কারখানায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।


কী ঘটেছিল?
এলাকার মানুষজন প্ৰথমে আগুন নেভাতে শুরু করেন। এরপর দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, গোডাউনটি দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়ে ছিল। এদিন আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে দমকল ঠিক সময়ে এসে না পৌঁছলে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল বলে জানাচ্ছেন স্থানীয়রা। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দমকল কর্মীরা তা খতিয়ে দেখছেন। প্রসঙ্গত, দিনতিনেক আগেই হাওড়ার বাগনান স্টেশন সংলগ্ন বাজারে বিধ্বংসী আগুন লেগে ১৫-২০টি দোকান ভস্মীভূত হয়ে যায়। ভোর ৪টে নাগাদ স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। শেষপর্যন্ত দমকলের ৫টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। 


বার বার অগ্নিকাণ্ড...
কিছুদিন আগেই হাওড়ার চামরাইলে মোমের কারখানার সামনে বিধ্বংসী আগুন লাগে। রাস্তার ধারে থাকা কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। গত শনিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ, মোমের কারখানার সামনে একটি বর্জ্যের স্তূপে আগুন লাগে। নিমেষের মধ্যে তা ভয়ঙ্কর চেহারা নেয়। আগুনের গ্রাসে চলে যায় আশেপাশের বেশ কয়েকটি দোকান। পাশেই পাওয়ার হাউস থাকায় আগুন ছড়ানোর আশঙ্কায় পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় এলাকার বিদ্যুৎ সংযোগ। যদিও অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছু বিদ্যুতের তার পুড়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। অন্যদিকে, মাঝরাতে পণ্যবোঝাই দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। আগুনে ভস্মীভূত হয়ে যায় কয়লা বোঝাই লরি। শুধু হাওড়া নয়, গত ডিসেম্বরে ট্যাংরায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। ঘটনার দিন সকাল সাড়ে ১১টা নাগাদ ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। চারপাশে ঘন জনবসতি থাকায় আতঙ্ক ছড়ায়। সেখানেও কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। তার আগে, সম্প্রতি গড়িয়ার জনবহুল এলাকায় ভয়ঙ্কর আগুন লাগে। আগুনের গ্রাসে চলে যায় আস্ত একটি বাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ভোরবেলা এই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। 


আরও পড়ুন:কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, বাড়তে পারে ডিএ