কলকাতা: মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ে আগুন (Fire Incident)। এইচআইভি চিকিৎসার আউটডোরে চারতলায় আগুন। বিকেল ৫.৩০ নাগাদ আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন।এমসিএইচ বিল্ডিংয়ে হেমাটোলজি, মেডিসিন, কার্ডিওলজি বিভাগও আছে।
পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী থেকে আগুন লেগেছে তা দমকলের তরফে থেকে বলা হয়নি। তবে তাদের তরফে জানানো হয়েছে যে মেডিক্যাল কলেজের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করেছে। সামলে আনা গিয়েছে আগুনের ঘটনা। পরে কলকাতা পুলিশ কমিশনার ঘটনাস্থলে যান।
আগুন লাগার সঙ্গে সঙ্গে সব ঘর ফাঁকা করে দেওয়া হয়েছে। অন্ধকারে ঢেকে গিয়েছিল এলাকা। পরে আলোর ব্যবস্থা করা হয়। ঝাঁঝালো গন্ধের ধোঁয়ায় ঢেকে গিয়েছিল এলাকা। এক প্রত্যক্ষদর্শী বলেন, 'ভীষণ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। আমরা ধোঁয়া দেখলাম। ধোঁয়া দেখে সরে এলাম আমরা।'
কলকাতা মেডিক্যাল কলেজের (Medical College Fire) ভাইস প্রিন্সিপাল অঞ্জন অধিকারী বলেন, 'একটু ধোঁয়া বেরোচ্ছিল। আমাদের হেমাটোলজিতে কিছু এসি গড়বড় করছিল। এর আগেও ধোঁয়া বেরনোর ঘটনা ঘটেছিল। PWC, সিভিল সবাইকে দেখানো হয়েছিল। সব ঠিক ছিল। যদিও এমন ঘটনা ঘটেছিল। আমরা সব দেখছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই সব সামলে আনা যাবে। আমরা দেখছি কী করা যায়।'
এবারও প্রথম নয়। চলতি বছরের এপ্রিলেও কলকাতা মেডিক্যাল কলেজে আগুন লেগেছিল। সেবার মেডিক্যাল কলেজের ইউপিএস রুমে আগুন লেগেছিল। বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যবহার হয়েছিল। রাজ্যে একাধিকবারই সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরেই মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে আগুন লেগেছিল। ভোর সাড়ে ৪টে নাগাদ চারতলা বিল্ডিংয়ের নীচের তলায় ইলেকট্রিক প্যানেল বক্সে আগুন লেগেছিল। ধোঁয়ায় ভরে গিয়েছিল গোটা বিল্ডিং। এছাড়াও, কলকাতার শিয়ালদায় বি আর সিং হাসপাতালে আগুন লেগেছিল। ফেব্রুয়ারি মাসে কলকাতার অন্যতম বেসরকারি হাসপাতাল মেডিকা হাসপাতালে আগুন লেগেছিল। হাসপাতাল ভবনের বাইরে স্টোররুমে আগুন লেগেছিল। সেখানকার কাছেই জরুরি বিভাগ থাকায় আতঙ্ক ছড়িয়েছিল। সেখান থেকে সরানো হয়েছিল রোগীদের। মূল হাসপাতাল চত্বরে অবশ্য আগুন লাগেনি সেবার। দমকল কর্মীরা দ্রুত স্টোর রুমের দাহ্য বস্তু বাইরে বের করে এলেছিলেন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলেছিল সেই ঘটনায়।
আরও পড়ুন: জেলা সভাপতির পদ খোয়ালেন তিহাড়ে বন্দি অনুব্রত? তালিকায় ধোঁয়াশা