কলকাতা: মোরবিতে (Morbi) সেতু বিপর্যয় ঘিরে তরজায় ফিরল পোস্তায় (Posta) উড়ালপুলের প্রসঙ্গ। ২০১৬-তে পোস্তায় উড়ালপুল বিপর্যয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন, দিদি এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। সেকথা মনে করিয়েই এদিন গুজরাতের (Gujarat) ভূমিপুত্র নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খোঁচা দিয়েছে তৃণমূল (TMC)। 


২০১৬ সালের ৩১ মার্চ, পোস্তায় নবনির্মিত উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে। মৃত্যু হয় ২৬ জনের। যে ঘটনার জন্য পূর্বতন বাম আমলকে দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরে আলিপুরদুয়ারে নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করেন নরেন্দ্র মোদি। সেই সময় নরেন্দ্র মোদি বলেন, "একটা সেতু ভেঙে পড়ল। অনেক মানুষের মৃত্যু হল। আমাকে বলুন, যদি কেউ মারা যান, যদি সেখানে কোনও মুখিয়া পৌঁছলে প্রথম কাজটা কী করেন? আহতদের বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু দিদি কী করলেন? সেখানে পৌঁছেই প্রথম কাজ - এটা তো বামেরা বরাত দিয়েছিল। বলেন, এটা তো অ্যাক্ট অফ গড। দিদি, এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড, ফ্রড।"                 


গুজরাতে ব্রিজ বিপর্যয়ের পরে নরেন্দ্র মোদির সেই সময়কার বক্তব্যের রেশ টেনেই, এখন গুজরাতে সেতু ভেঙে পড়া নিয়ে তীক্ষ্ণ কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। তৃণমূল বিধায়ক ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "এখানে একটা ব্রিজ ভেঙে পড়েছিল, ২০১৬ সালে। তখন কটাক্ষ করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী, সমবেদনা না জানিয়ে তখন কটাক্ষ করেছিলেন। হিস্ট্রি রিপিটস্। তখন উনি বলেছিলেন, বাংলা নাকি ডুবে যাচ্ছে, তাই ব্রিজ ভেঙে পড়েছে। আজকে উনি কি বলবেন?"              


আরও পড়ুন, দলীয় কর্মীকে দিয়ে পা টিপিয়ে বিতর্কে তৃণমূলের নেতা, ভাইরাল ভিডিও নিয়ে সরগরম মুর্শিদাবাদের রাজনীতি


নরেন্দ্র মোদির পুরনো বক্তব্যের ভিডিও ট্যুইটারে পোস্ট করে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-ও প্রশ্ন তুলেছেন, মোদিজি মোরবিতে সেতু বিপর্যয় ‘অ্যাক্ট অফ গড’ না কি ‘অ্যাক্ট অফ ফ্রড’? সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "নির্মীয়মাণ পোস্তা ব্রিজ ভেঙে পড়ল, কাটমানির গল্প তো ছিলই। বারে বারে এ কথাটা এসেছে। ২৬ জন মারা যান। তৃণমূলের সরকার। এটা কাটমানি না তার চাইতেও বেশি, এর উত্তর তো প্রধানমন্ত্রী ও তার বাহিনীকে দিতে হবে। গুজরাত মডেল মানে কার্যত ধ্বংস।"