সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption Case) ইস্য়ুতে নিজের পুরনো অবস্থান থেকে কার্যত সরে এলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। উদয়ন গুহর সুরেই বাম আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগ করলেন তিনি। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছে সিপিএম।
কী বললেন ফিরহাদ: পুরমন্ত্রী ও তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমের কথায়, চিরকুট কী লিস্ট জানি না, তবে এটা নিশ্চিত যে বাম আমলে নিয়ম বহির্ভুতভাবে চাকরি হয়েছে। দু-দিন পর বাম আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে মন্ত্রিসভার সতীর্থ উদয়ন গুহর সুরে সুর মেলালেন ফিরহাদ হাকিম। নিয়োগ দুর্নীতি নিয়ে বাম জমানাকে নিশানা করতে গিয়ে, সম্প্রতি নিজের প্রয়াত বাবাকেই কাঠগড়ায় তোলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
উদয়নের মন্তব্য: নিয়োগ দুর্নীতি ইস্য়ুতে নিজের দলকে আড়াল করতে গিয়ে, উদয়ন গুহ যেভাবে, তাঁর বাবা, প্রয়াত কৃষিমন্ত্রী ও ফরওয়ার্ড ব্লকের হেভিওয়েট নেতা কমল গুহকেই কাঠগড়ায় তুলেছিলেন, তাকে সেই সময়, সমর্থন করেননি ফিরহাদ হাকিম!
এর আগে ফিরহাদ হাকিম বলেছিলেন, উদয়ন পাগলের মতো কী বলেছেন জানা নেই। চিরকুটে লোক ঢোকানো যায় না, অন্তত একটা অ্যাপ্লিকেশন লাগে। কিন্তু, শেষ অবধি তৃণমূলের নানা নেতা, নিয়োগ ইস্য়ুতে যেভাবে আগের বাম সরকারকে আক্রমণ করছেন, সেই পথেই হাঁটলেন ফিরহাদ হাকিম!
পুরমন্ত্রী ও তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কথায়, চিরকুট কী লিস্ট জানি না, তবে এটা নিশ্চিত যে বাম আমলে নিয়ম বহির্ভুতভাবে চাকরি হয়েছে। সেই চাকরি না হলে, সব বাম নেতাদের বাড়ির লোক, স্ত্রী, পরিবারের লোক কী করে চাকরি পায়, এটা সম্ভব হয় কী করে? চিরকুট বা লিস্ট যাই হোক, চাকরি বাম আমলে নিয়ম বহির্ভুতভাবে হয়েছে, এটা নিয়ে আমরা সবাই নিশ্চিত'। দুর্নীতির শিকড় বাম আমলে? নাকি তৃণমূল আমলে? চাকরিপ্রার্থীরা যখন রাস্তায়, তখন এই তরজায় সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি।
ভাগ্নির মন্তব্য: এ দিন উদয়ন গুহর বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর ভাগ্নি উজ্জয়িনী রায়। বললেন হয়ত উনিও চাকরি কেলেঙ্কারিতে জড়িত, তাই নিজের দোষ ঢাকতে বাবাকে টেনে আনছেন। দাদু কমল গুহ অযোগ্যদের চাকরি দিয়েছেন, তা পরিবারের কেউ বিশ্বাস করেন না। বললেন বিজেপি নেত্রী (BJP)। মামার পদত্যাগেরও দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: Bankim Ghosh:বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ