কলকাতা: শহরে একের পর এক দুষ্কৃতী দৌরাত্ম্য, আতঙ্কিত খোদ মেয়র (KMC Mayor Firhad Hakim)। 'আমরাও পরিবার নিয়ে থাকি, যদি বিপদ আসে...! মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ। কোথা থেকে অস্ত্র আসছে? আমি কি নিজে গিয়ে অস্ত্র খুঁজব?', পুলিশ কমিশনারকে কড়া ভাষায় বলেছেন মুখ্যমন্ত্রী, দাবি ফিরহাদের (Firhad Hakim)।


এ প্রসঙ্গে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, 'পুলিশ কমিশনারকে কড়া ভাষায় বলুন আর যে ভাষায় বলুন, তাতে যে কাজ হয়নি সেটা তো বুঝতে পারছি। আর ফিরহাদ হাকিম আতঙ্কিত এটা তো নাটকের কথা। কারণ, ফিরহাদ হাকিমের লোকেরাই তো সারা শহর কাঁপিয়ে দিচ্ছে, সারা রাজ্য কাঁপিয়ে দিচ্ছে। কোথাও জাহাঙ্গির নামে, কোথাও জেসিবি তাজমূল নামে, কোথাও শাহজাহান নামে...এরা তো সারা শহর কাঁপাচ্ছে। সারা রাজ্যটাকে কাঁপাচ্ছে।'


প্রসঙ্গত, কোথাও চোর সন্দেহে পিটিয়ে খুন, কোথাও ছেলেধরা সন্দেহে বেধড়ক মার।  দিকে দিকে অত্যাচারের ছবি দেখে সিউড়ে উঠছে বাংলা। এরই মধ্য়ে, এবার গণপিটুনির ঘটনায় কঠোরতম শাস্তির আইন আনল কেন্দ্র। সন্দেহের বশে একের পর এক জায়গায় পিটিয়ে খুন!কোথাও মোবাইল ফোন চুরির সন্দেহ কোথাও টাকা চুরির অভিযোগে।


অধীর চৌধুরী বলেন,' গণপ্রহারে মৃত্যু মানে আইন মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে। কালকে আপনার, আমার ওপরেও গণপ্রহার হতে পারে। আমার আপনারও গণপ্রহারে মৃত্যু হতে পারে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে আইন নেই।' কোনও বিক্ষিপ্ত ঘটনা নয়! প্রথমে ভাইপোকে নৃশংসভাবে খুন, তারপর ছেলেধরা বলে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে দিচ্ছে কাকা। আর সেই পরিকল্পিত গুজবের জেরেই বারাসাত , অশোকনগর, বিরাটি থেকে মোহনপুর ছেলেধরা সন্দেহে একের পর এক জায়গায় গণপিটুনি!


আরও পড়ুন, রাত পেরোলেই রথে চেপে রাজবেশে মা তারা, ব্যতিক্রমী ছবি তারাপীঠে..


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'জাতি, সম্প্রদায়, লিঙ্গ, জন্মস্থান, ভাষা ও অন্যান্য যেসব কারণে গণপিটুনির ঘটনা ঘটে, তাতে ৭ বছরের জেল থেকে শুরু করে মৃত্যুদণ্ডের সাজা, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা যুক্ত করা হয়েছে।'


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।