কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বাড়িতে সিবিআই (CBI)। চেতলায় (Chetla) পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা দিতেই এলাকায় চাঞ্চল্য। সূত্রের খবর, পুরসভার গ্রুপ সি (Group C) ও গ্রুপ ডি (Group D) নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে তল্লাশি চালাচ্ছে সিবিআই।                                                                                 


খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির হানার পর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে আসে সিবিআই। চেতলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে তল্লাশি সিবিআইয়ের। জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলে সূত্রের খবর।  সকাল ৯টা নাগাদ পুরমন্ত্রীর বাড়িতে ঢোকে সিবিআই। এরপরই মেয়রের বাড়ির সামনে ভিড় জমান অনুরাগী এবং স্থানীয়রা। 


মেয়রের বাড়ির সামনে উপস্থিত স্থানীয়দের এক জন বলেন, 'আমরা কোনও দলের সমর্থক নই। আমরা স্থানীয় মানুষ। আমরা প্রতিবেশী হিসেবে এখানে এসেছি। উনি হচ্ছেন আমাদের ভগবান। ওঁকে সবসময়ই হেনস্থা করারা চেষ্টা করা হয় তো, সেই কারণেই আমরা ছুটে এসেছি। আমরা কোনও কর্মী নই।'


ইতিমধ্যেই ভিড় জমে গিয়েছে মন্ত্রীর বাড়ির সামনে। উপস্থিত এক বাসিন্দা বলেন, 'যখন তখন ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হচ্ছে। কোনও সময়ই কিছু পাওয়া যায়নি।' 



সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ উগরে দিয়ে এক স্থানীয়ের অভিযোগ, 'শুভেন্দু অধিকারীর বাড়িতে কেন সিবিআই যাচ্ছে না? অথচ ফিরহাদ হাকিমের বাড়িতে দু'বার সিবিআই এল। অমিত শাহর ছেলে তো কোটি কোটি টাকার মালিক। সেখানে কেন সিবিআই যাচ্ছে না। এগুলো সব বিজেপির পরিকল্পনা'। 


আরও পড়ুন, ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই, মদন মিত্রের বাড়িতেও পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা


এর আগে ৫ সেপ্টেম্বর পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে খাদ্যমন্ত্রীর বাড়িতে উনিশ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। এছাড়াও আরও ৯ জনের বাড়ি এবং চারটি পুরসভাতেও ম্যারাথন তল্লাশি চালান কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। তালিকায় ছিল কামারহাটি, দক্ষিণ দমদম, কাঁচরাপাড়া, মধ্যমগ্রাম পুরসভা। শুধু পুরসভাই নয়, প্রাক্তন চেয়ারম্যান থেকে বর্তমান ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আইএএস, পুরকর্মীর বাড়িতেও তল্লাশি চালান ইডির তদন্তকারীরা।