উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র সিংহ, কলকাতা : আনিস খানের (Anish Khan death update) বাড়িতে ঢুকতে গিয়ে পড়েছিলেন প্রবল বাধার মুখে। গ্রামবাসীরা ফিরহাদ হাকিমের (firhad hakim) গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন, যার পাল্টা বহিরাগতদের বিক্ষোভ বলার পর এদিন কড়া সুরে সমালোচনা শানালেন রাজ্যের মন্ত্রী। কলকাতা পুরসভায় টক টু মেয়র অনুষ্ঠানে ফিরহাদ হাকিম যে প্রসঙ্গে বলেছেন, 'দু’চারটে চ্যাংরা আব্বাসের মিটিং থেকে ফিরছিল, তারা হইহই করছিল। অনেক সময় দেখা যায়, যে বাঘ ঘুরছে বনের কুকুর বা হায়না দূর থেকে হাউহাউ করছে। তাতে কি বাঘ ভয় পায়! এগুলো ইগনোর করতে হয়, আমিও ইগনোর করেছি।' 


আনিস খান হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি


ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে CBI। এই প্রেক্ষাপটে, আনিস খান হত্যাকাণ্ডে, সিবিআই তদন্তের দাবিতে সুর চড়িয়েছে কংগ্রেস। আনিস খানের হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে শনিবার উলুবেড়িয়া থেকে বাউড়িয়া পর্যন্ত মিছিল করেন অধীর চৌধুরীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'মুখ্যমন্ত্রীকে বলব, যদি সততা থাকে, আনিস তদন্তে আপনি নিজে CBI’কে ডাকুন। আর রামপুরহাটে আমরা মনে করি, বিচারবিভাগীয় সিবিআই তদন্ত করতে হবে। আমরা আনিসকাণ্ড এখানেই ছাড়ব না। দরকার হলে, দিল্লিতে ধরনা দেব। জাতীয় মানবাধিকার কমিশনে যাব। পার্লামেন্টে সরব হব।'


আর্থিক সহায়তা নিয়ে রাজনৈতিক তরজা


শুক্রবার আর্থিক সাহায্য নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন মৃত ছাত্র নেতা আনিস খানের বাবা। তা নিয়েও আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। আনিস খানের সালেম খান গতকাল বলেছিলেন, 'রামপুরহাটে কী করল? আমাকেও পাঁচ লক্ষ টাকা ও দু’টো চাকরি প্রতিশ্রুতি দিয়েছিল। না বলে দিয়েছি। মাথা উঁচু করে বাঁচতে চাই। মাথা উঁচু করে কেস চালাতে চাই'।


(আরও পড়ুন- 'আমাকেও কেনার জন্য এসেছিল, মাথা বিক্রি করার লোক নই' সিবিআই তদন্তে অনড় থেকে বিস্ফোরক আনিস খানের বাবা )


সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী যে প্রসঙ্গে বলেছেন, 'লাশ কিনতে গেছেন মুখ্যমন্ত্রী, তাই বাবাকে কিনতে গেলেন ফিরহাদ, গ্রামের লোক-পরিবার বুঝিয়ে দিয়েছে, উৎসবের নামে পোশাক বদল করলে, সেই অনুযায়ী সবাই পিছন পিছন চলবে এরকম নয়'। চলতে থাকা বিতর্ক নিয়ে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমর পাল্টা, 'আন ন্যাচারাল ডেথে অনেকেই মারা গেছে, তাঁদের অনেককে সরকারের তরফে স্পেশাল ক্যাবিনেট করে চাকরি দিয়েছি, উনি যখন চান না কোনও ব্যাপার নেই, তবে কেনাকাটির কোনও বিষয় নেই'।






আরও পড়ুন- 'গো ব্যাক' স্লোগান, আমতায় গ্রামবাসীদের বিক্ষোভে আনিস খানের গ্রামে ঢুকতে পারলেন না ফিরহাদ হাকিম