অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা :  প্রকাশিত হল পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। তাতে জায়গা পেলেন ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন। বাদ গেল ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে কোন কোন বিধায়কের কেন্দ্র থেকে কত ভোটারের নাম বাদ যায়, সেদিকে শুরু থেকেই ছিল নজর। মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনের ২০৭ নম্বর বুথে বাদ নাম পড়ল ১২৭ জনের । ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে ভবানীপুর ব্রাঞ্চে বাদ পড়ল ১২৭ জনের নাম। অন্যদিকে শুভেন্দু অধিকারীর কেন্দ্রে ৭৯ নম্বর বুথে বাদ পড়ল ১১ জনের নাম। এদিকে ফিরহাদ হাকিম নিজেই জানালেন, তাঁর কেন্দ্র থেকে বাদ পেরে গিয়েছে ৬৬ হাজারের উপর নাম ।

Continues below advertisement

ফিরহাদ হাকিম বললেন, 'চক্রান্ত চলছে। এখনও পর্যন্ত বিজেপিতে কেউ জন্মায়নি যে পোর্টে ফিরহাদ হাকিমকে হারাবে আর ভবানীপুরে ম্যাডামকে হারাবে । ' ফিরহাদ জানালেন, যাদের নাম বাদ গিয়েছে, তার মধ্যে কিছু হয়ত মৃত রয়েছে। কিছু মানুষ হয়ত স্থানান্তরিত হয়েছে। কিন্তু এত বাদ পড়ার কথা নয়। তাঁদের সার্ভে শুরু হবে। এরপর যদি একজনও 'জেনুইন' ভোটার বাদ যান, তাহলে মেনে নেওয়া হবে না।  

রাজ্যে এসআইআর-এর পরে খসড়া ভোটার তালিতায় বাদ পড়েছে ৫৮ লক্ষেরও বেশি মানুষের নাম। এই প্রসঙ্গ উঠতেই ফিরহাদ  বলেন, ' রাজ্যের বিষয়ে পার্টির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবেন। শুনানি শুরু  মঙ্গলবার থেকেই। এই বিষয়ে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। আমরা বন্দর এলাকার মানুষের সঙ্গে আছি। বন্দর এলাকার মানুষ আমাদের সঙ্গে আছে...ভোট তো মানুষ দেবে। নির্বাচন কমিশন বিজেপির কথায় চলে। আগে ছিল ইডি, সিবিআই, এখন ইলেকশন কমিশনও সেই তালিকায় ঢুকে গেল। নির্বাচন কমিশন ভোট দেবে না। ভোট দেবে মানুষ। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে। '

Continues below advertisement

নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা জানতে ক্লিক করুন কমিশনের ওয়েবসাইটে। জানতে ক্লিক করুন  electoralsearch.eci.gov.in/ এ। কমিশনের ওয়েবসাইট ও অ্যাপে প্রকাশিত হয়েছে আপডেটেড তালিকা। বদল হয়েছে সিরিয়াল নম্বরে। নিজের নাম খুঁজে নিতে হবে সেই তালিকা থেকে। বাদ পড়া ভোটারদেরও তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে উল্লেখ করা হয়েছে বাদ পড়ার কারণও।