কলকাতা: ফের কলকাতার মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র অতীন ঘোষ।চেয়ার পার্সন মালা রায়। পুরনো টিমের হাতেই কলকাতার দায়িত্ব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীন ঘোষকে নিয়ে ১৩ জন মেয়র পারিষদের নাম ঘোষণা করলেন তৃণমূল নেত্রী।
বৃহস্পতিবার তৃণমূলের নবনির্বাচিত কাউন্সিলরদের বৈঠকে কলকাতা পুরসভার মেয়র নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম। তাঁর ডেপুটি হলেন অতীন ঘোষই।চেয়ারপার্সন পদে ফের মালা রায়কে মনোনীত করল তৃণমূল।
একইসঙ্গে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ১৩ জন মেয়র পারিষদের নাম। ডেপুটি মেয়রে পাশাপাশি, অন্যতম মেয়র পারিষদ করা হয়েছে অতীন ঘোষকে। অন্য মেয়র পারিষদরা হলেন, দেবাশিস কুমার,দেবব্রত মজুমদার, তারক সিংহ, স্বপন সমাদ্দার, সুব্রত বক্সীর ভাই সন্দীপরঞ্জন বক্সী, আমিরুদ্দিন ববি,মিতালি বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্বর্ণকমল সাহার পুত্র সন্দীপন সাহা ,অভিজিৎ মুখোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায়, রাম পেয়ারে রাম এবং জীবন সাহা।
এবার মেয়র পারিষদ পদে চারজন নতুন মুখকে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা হলেন, সন্দীপরঞ্জন বক্সী,মিতালি বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং জীবন সাহা।
মেয়র পারিষদ পদে নতুন মুখ আনার পাশাপাশি, বরো চেয়ারম্যানে পদে একাধিক বদল হয়েছে।১৬টি বরো চেয়ারম্যান পদে নতুন মুখ হিসেবে, আনা হয়েছে ১০ জনকে।
১ নম্বর বরোর চেয়ারম্যান হিসেবে থেকে গেলেন তরুণ সাহা,২ নম্বর বরোয় শুক্লা ভোঁড় ,৩ নম্বর বরোর চেয়ারম্যান অনিন্দ্যকিশোর রাউত ,৪ নম্বর বরোয় সাধনা বসু ,৫ নম্বরে রেহানা খাতুন,৬ নম্বর বরোয় ইকবাল আহমেদের কন্যা সানা আহমেদ,৭ নম্বর বরোয় সুস্মিতা ভট্টাচার্য,৮ নম্বর বরোয় চৈতালি চট্টোপাধ্যায়,৯ নম্বর বরোয় দেবলীনা বিশ্বাস,১০ নম্বর বরোয় মন্ত্রী অরূপ বিশ্বাসের ভ্রাতৃবধূ জুঁই বিশ্বাস, ১১ নম্বর বরোর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী,১২ নম্বর বরোয় সুশান্ত ঘোষ,১৩ নম্বর বরোয় রত্না শূর,১৪ নম্বর বরোয় সঙ্গীতা দাস,১৫ নম্বর বরোয় রণজিৎ শীল এবং ১৬ নম্বর বরোয় চেয়ারম্যান করা হয়েছে সুদীপ পোল্লেকে।
বরো কমিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের। ১৬ চেয়ারম্যানের মধ্যে ৯ জনই মহিলা, ঘোষণা মমতার।