কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে বাংলায় (West Bengal) আসার পর এবং বিজেপির হয়ে প্রচারের পর থেকেই মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। রাজ্যে এসেই 'মহাগুরু' দাবি করেছিলেন যে তৃণমূলের ২১জন বিধায়ক সরাসরি যোগাযোগ রাখছেন তাঁর সঙ্গে। এবার এ বিষয়েই মিঠুনকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূলের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 


যোগাযোগ নিয়ে দাবি-পাল্টা দাবির মধ্যে এবার মিঠুন নিয়ে বিস্ফোরক ফিরহাদ। মেয়রের দাবি, 'দিদি যাতে রেগে না যান, তার জন্য আমার সঙ্গে যোগাযোগ রাখছেন মিঠুন। ফাঁকা আওয়াজ দিচ্ছেন মিঠুন, তৃণমূলের সঙ্গে গণ্ডগোল চান না। নিজেই বলছেন যাতে তৃণমূল না রেগে যায়, কিছু কারণে বিজেপিতে গেছেন, ব্যক্তিগত ব্যাপার'। এদিকে মিঠুন নিয়ে এই মন্তব্য করার পর ফিরহাদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারীও। তিনি সাফ বলেন, কী প্রমাণ আছে, এসব বলে প্রচারের আলোয় আসার চেষ্টা।"                               


আরও পড়ুন, 'মেধাশ্রী স্কলারশিপ' ঘোষণা মমতার! কারা পাবেন এই সরকারি প্রকল্পটির সুবিধা?


কিছুদিন আগে প্রজাপতি ছবিতে মিঠুন চক্রবর্তী খারাপ অভিনয় করেছেন। আর সেই কারণেই বিজেপি ছবিটা টানার জন্য বিতর্ক খাড়া করছে! প্রজাপতির নন্দনে শো না পাওয়া বিতর্কে এমনই মন্তব্য করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সবকিছুতেই রাজনীতি করে তৃণমূল! নন্দন কারও পৈতৃক সম্পত্তি নয়! পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও।                                                                     


তৃণমূল সাংসদ দেবের প্রযোজনায় প্রজাপতি ছবিতে তাঁর বাবার ভূমিকায় অভিনয় করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এর আগেও নন্দনে বেশ কিছু ছবির জায়গা না পাওয়া নিয়ে বিতর্ক হয়েছে। এবার দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতির গায়েও লেগেছে রাজনীতির রং।