অমরাবতী: কথায় বলে পঞ্চব্যঞ্জন! কিন্তু এ তো গুনে গুনে ৩৭৯ পদ! চমকে যাচ্ছেন তো? বাস্তবেই কিন্তু অন্ধ্রপ্রদেশের (andhra pradesh couple decorates 379 dish) এলুরু জেলার এক দম্পতি মকর সংক্রান্তি (makar sankranti) উপলক্ষ্যে জামাইকে (son-in-law) ৩৭৯ পদের 'মহাভোজ' সাজিয়ে দিয়েছেন। খবর ছড়াতে শোরগোল আশপাশের এলাকায়। চোখ কপালে প্রতিবেশিদের। এ কী করে সম্ভব?


রেকর্ড...
অন্ধ্রে মকর সংক্রান্তি ধূমধাম করে পালন করা হয়। তেলুগু ভাষায় এই উৎসবের নাম 'পেড্ডা পানডুগা' উৎসব। এই সময়ে বাড়ির বাইরে রঙোলি করা হয়, মন্দিরে পুজো দেন সাধারণ মানুষ। সব মিলিয়ে আনন্দের মেজাজ। এমন সময়ই বাড়িতে জামাইকে আপ্যায়ন করেছিলেন এলুরু জেলার বাসিন্দা, ওই পরিবার। থরে থরে পদে সাজানো হয়েছিল টেবিল। কোন পদের কী নাম বোঝাতে, তার উপর ট্যাগও দিয়ে দেওয়া হয়। মেয়ে-জামাইকে সামনে দাঁড় করিয়ে ভিডিও-ও তোলা হয়। তরুণ দম্পতির গালভরা হাসি, সামনে থরে থরে সুস্বাদু খাবার। উৎসবের আমেজ ভিডিও থেকেই মালুম হয়। 


দস্তুর...
সংক্রান্তিতে জামাইকে ডেকে এলাহি খাওয়াদাওয়ার আয়োজন অবশ্য অন্ধ্র প্রদেশে নতুন কিছু নয়। বহু বছর ধরে চলে এই প্রথা চলে আসছে। বিশেষত গোদাবরী জেলায় এই প্রথার চল অত্যন্ত বেশি। তবে পদের সংখ্যার নিরিখে আগের প্রায় সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছেন এলুরুর এই পরিবার। গত বারও অবশ্য এমনই মহাভোজের আয়োজন হয়েছিল, তবে সেটি ছিল পশ্চিম গোদাবরী জেলায়। সেখানকার নারসাপুর এলাকায় বাসিন্দা, এক পরিবার, হবু জামাইয়ের জন্য ৩৬৫ রকমের পদ তৈরি করেছিল। তালিকায় ছিল তিরিশ রকমের সবজি, ভাত, কেক-সহ আরও বহু কিছু। পাত্র ও পাত্রীর একেবারে ঘনিষ্ঠ আত্মীয় পরিজনেরা প্রাক-বিবাহ ওই অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন। সে বারও শিরোনামে আসে মহাভোজের খবর।
এবার সেই রেকর্ডও ছাপিয়ে গেল। পশ্চিম গোদাবরী জেলার বাসিন্দা পরিবারকে টেক্কা দিল এলুরু জেলার বাসিন্দারা। খবর ও ভিডিও ছড়িয়ে পড়তেই চোখ কপালে নেটিজেনদের। জিভ জল আনা খাবারের ছবি দেখে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারও আবার নজর পদের সংখ্যায়।
জামাই আদর বলে কথা। ত্রুটি তো রাখা যায় না। অতএব এলাহি আয়োজন। তার পর....শুধুই হইচই আর বিস্ময়। 


আরও পড়ুন:দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমি সঠিক মানুষ তো!আচমকা পদত্যাগের ঘোষণা জসিন্ডার