রঞ্জিত হালদার, সমীরণ পাল ও ব্রতদীপ ভট্টাচার্য: ওড়িশার (Orissa) পর এবার উত্তরাখণ্ড (Uttarakhand)। খাদে গাড়ি পড়ে তেহরি-গাড়োয়ালে ৫ বাঙালি পর্যটকের (tourists) মৃত্যু। মৃতদের মধ্যে রয়েছেন গড়িয়ার (Garia) একই পরিবারের ৩ জন, নৈহাটি (Naihati), ব্যরাকপুরের (Barrackpore) ২জন। 


উত্তরাখণ্ডে দুর্ঘটনা, মৃত বাংলার ৫ পর্যটক


ট্রেক করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। ওড়িশার পর এবার উত্তরাখণ্ডে বাঙালির পর্যটকের মৃত্যু। দিনকয়েক আগে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকজন পর্যটক ট্রেক করার জন্য উত্তরাখণ্ড রওনা হন। বুধবার দুর্ঘটনায় পড়ে তাঁদের গাড়ি। মৃত্যু হয় পাঁচ বাঙালি পর্যটকের।


প্রশাসন সূত্রে খবর, তেহরি-গাড়োয়ালের ধরাসু হাইওয়েতে দুর্ঘটনা ঘটে। খাদে পড়ে যাওয়ার পর গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে যায় গাড়িতে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গড়িয়ার একই পরিবারের ৩জনের।


অন্যদিকে, মৃত্যু হয়েছে ব্যারাকপুরের বাসিন্দা দেবমাল্য দেবনাথ ও নৈহাটির প্রদীপ দাসের। নিহত পর্যটকদের দেহ দ্রুত ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হয়েছে স্থানীয় প্রশাসন।


আরও পড়ুন: West Bengal Madrasa Board: হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলপ্রকাশের দিন ঘোষণা হল


দুর্ঘটনার শিকার হাওড়ার বাসিন্দারা


বেড়ানোর আনন্দে মশগুল ছিলেন সকলে। কেউ ভাবতেও পারেননি, এভাবে ওত্‍ পেতে রয়েছে ভয়ঙ্কর বিপদ। ওড়িশায় দুর্ঘটনার কবলে এ রাজ্যের পর্যটক বোঝাই বাস। মৃত্যু হয়েছে ৬ জনের। প্রত্যেকেই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। 


কয়েকজন পর্যটকের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁদের ভর্তি করা হয়েছে ওড়িশারই একাধিক হাসপাতালে।


গত সোমবার, উদয়নারায়ণপুরের সুলতানপুর গ্রাম থেকে ৭৭ জন যাত্রী নিয়ে রওনা দেয় বাসটি। গন্তব্য ছিল দক্ষিণ ভারত। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার মাঝরাতে, ওড়িশার দারিংবাড়ি থেকে অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার পথে, গঞ্জাম-কান্ধামাল সীমানায় কলিঙ্গঘাট এলাকায় উল্টে যায় বাসটি। সেই সময় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যেই ঘটে দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ পর্যটকের। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বেহেরামপুর হাসপাতালে নিয়ে গেলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা।