কলকাতা: আগামী সোমবার অর্থাৎ ৩০ মে প্রকাশিত হবে মাদ্রাসা শিক্ষা পর্ষদের (West Bengal Madrasa Board) হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। আজ অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে যে, হাই মাদ্রাসা, আলিম ফাজিল পরীক্ষার ফলাফল আগামী ৩০ মে প্রকাশিত হবে। আজ একটি বিজ্ঞপ্তিতে জানা যায়, ৩০ মে প্রকাশিত হবে হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল। ওই দিন বেলা ১২টায় মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিস থেকে ফলপ্রকাশ করা হবে। ৩০ মে বেলা ১২টা থেকে ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমেও পরীক্ষার ফল জানা যাবে। 


হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলপ্রকাশের দিন ঘোষণা-


জানা গিয়েছে, সল্টলেকের মওলানা আবুল কালাম আজাদ ভবনে বেলা ১২ টায় ফলাফল প্রকাশ করবে মাদ্রাসা পর্ষদ। এদিন মাদ্রাসা পর্ষদ কর্তৃপক্ষর তরফ থেকে জানা গিয়েছে নির্দিষ্ট বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে ছাত্র ছাত্রীদের হাতে। এছাড়াও ফল প্রকাশের পর সোমবার বেলা বারোটা থেকে ইন্টারনেটের মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারবেন ছাত্র ছাত্রীরা।


আরও পড়ুন - Ministry of Home Affairs Recruitment 2022: নিয়োগের বিজ্ঞপ্তি জারি স্বরাষ্ট্র মন্ত্রকের, কীভাবে আবেদন করবেন?


ইতিমধ্যেই জানা গিয়েছে, চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেশি ছিল। পর্ষদ সভাপতির বক্তব্য অনুযায়ী জানা যায়, আগামী বছর পরীক্ষার্থীর সংখ্যা আরও বেশি থাকতে পারে। একাধিক ওয়েবসাইট থেকে জানা যাবে পরীক্ষার ফল। এছাড়াও মোবাইলের মাধ্যমেও পরীক্ষার ফল জানতে পারবেন ছাত্র ছাত্রীরা। 


পরীক্ষার ফল জানার জন্য ওয়েবসাইট-


http://www.wbbme.org, http://wbresults.nic.in, http://www.exametc.com। জানা গিয়েছে, এই তিনটি ওয়েবসাইটের কথা উল্লেখ করা হয়েছে পর্ষদের ওয়েবসাইটে। পাশাপাশি মোবাইলের মাধ্যমেও পরীক্ষার ফলাফল জানতে পারবে ছাত্র ছাত্রীরা। মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফল জানার জন্য, WBBME লিখেদিয়ে রোল নম্বর লিখে সমস্ত অপারেটরের ক্ষেত্রে 56070 -এ পাঠালে পরীক্ষার ফলাফল জানা যাবে। 


Education Loan Information:

Calculate Education Loan EMI