সুমন ঘড়াই, কলকাতা:  রবিবার খাদ্য দফতরের (Food and Supplies Department) সব কর্মীদের ছুটি বাতিল করা হল। কিন্তু এমন সিদ্ধান্ত কেন এ প্রশ্ন উঠছেই। জানা গিয়েছে,  খাদ্যসাথী (Khadya Sathi) গ্রাহক সম্পর্ক অভিযানের জন্য ছুটি বাতিলের নির্দেশ। ছুটি বাতিল নিয়ে বিজ্ঞপ্তি দিয়ে খাদ্য দফতর জানিয়ে দিয়েছে এই কথা। সেখানে বলা হয়েছে, ‘রেশন (Ration) দোকানে গিয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলতে হবে খাদ্য দফতরের কর্মীদের। কোথায় কী সমস্যা, ফিডব্যাক নিয়ে রিপোর্ট দিতে হবে খাদ্য দফতরে।"  


বিশেষ ব্যবস্থা


গত সপ্তাহেই রাজ্য সরকার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্কের কথা জানিয়েছে। এবার রেশন কার্ড সংক্রান্ত গ্রাহকদের সমস্ত সমস্যার দিকে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। অনেক সময় গ্রাহকদের অভিযোগ থাকে রেশন ডিলাররা কারচুপি করেন। প্রাপ্য রেশন সামগ্রী তারা পাচ্ছেন না। এবার এই সমস্যার সমাধান করতে চলেছে খাদ্য দফতর।


উপভোক্তাদের ফোনে আগে থেকেই এসএমএস চলে আসবে। সেই সপ্তাহে রেশন সামগ্রির মধ্যে গ্রাহক কি কি পাবেন সেই সংক্রান্ত সমস্ত তথ্য এসএমএস এর মাধ্যমে গ্রাহকদের ফোনে চলে আসবে। তাই গ্রাহকরা খুব সহজেই বুঝতেই পারবেন যে তারা সেই সপ্তাহে কি কি সামগ্রী পেতে চলেছেন। এর ফলে  রেশন ডিলাররা কোনও কারচুপি করছে কি না সেই সম্পর্কে অবগত থাকতে পারবে খাদ্য দফতর।


আরও পড়ুন, জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গেই বাজার আগুন, দেখুন কী হারে বাড়ল চাল থেকে তেলের দর 


দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় রেশন কার্ড। দীর্ঘদিন ধরেই ডিজিটাল রেশন কার্ড তৈরির প্রক্রিয়া চলছে রাজ্যে। ইতিমধ্য়েই বহু নাগরিকের হাতে পৌঁছে গিয়েছে ডিজিটাল রেশন কার্ড। পরিষেবা আরও নিঁখুত এবং দুর্নীতিহীন হিসেবে গড়ে তুলতে এই পদক্ষেপ। ঠিক এই কারণেই আধারের সঙ্গে ডিজিটাল রেশন কার্ডের সংযুক্তকরণও প্রয়োজন। সেই নির্দেশও রয়েছে রাজ্যের। 


নতুন সুবিধা:
আধারের (Aadhaar) সঙ্গে ফোন নম্বর যোগ করার প্রক্রিয়া ঘিরে অনেকক্ষেত্রেই ভোগান্তি হয়েছে। আধারকেন্দ্রে গিয়ে, দীর্ঘক্ষণ অপেক্ষা করে করতে হচ্ছে সেই কাজ। রেশন কার্ডের ক্ষেত্রেও যাতে সেই সমস্যা না হয়। তার জন্য বাড়ি বসেই আধারের সঙ্গে রেশন কার্ড (Ration Card) সংযোগ করার সুবিধা রয়েছে। বেশ কিছু সহজ পদক্ষেপের মাধ্যমেই বাড়ি বসে রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ করা যাবে।