সঞ্চয়ন মিত্র, কলকাতা : ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম ( petrol price hike) ।  ডিজেলের দাম একশোর চৌকাঠে।  কলকাতায় ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ১১২ টাকা ১৯ পয়সা। ৮০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। এই নিয়ে গত ১২ দিনে ১০ বার বাড়ল জ্বালানির দাম।  পেট্রোলের দাম বেড়েছে ৭ টাকা ৫২ পয়সা। ডিজেলের দাম এই ১২ দিনে বেড়েছে ৭ টাকা ২৩ পয়সা। এর ফলে বাজারেও আগুন দর । সবকিছুরই দাম বাড়ছে হু হু করে। 


বাজারদরে কেমন প্রভাব ( Impact of fuel price hike on market price ) 


জ্বালানির দাম বাড়া মানেই পরিবহনের খরচ বাড়া। তার উপর অনেকটাই নির্ভর করে আছে বাজারে আনা পণ্যের খরচ। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে হুড়হুড়িয়ে। দাম বাড়ছে চাল, ডাল, মাছ, সবজি, সবকিছুরই । বেশ চড়া দাম প্রত্যেক বাজারেই। ক্রেতাদের আশঙ্কা, লাগাতার পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। অদূর ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে বলেই ধারণা অর্থনীতিবিদ থেকে সাধারণ মানুষের। 



  • খুচরো বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা।

  •  সর্ষের তেল লিটারপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।

  • সাদা তেলের দাম লিটারে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। 

  • মুরগির মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকা দরে

    কমেছে বেসরকারি বাসের সংখ্যা ( Bus Ticket Price Hike ) 
    অন্যদিকে জ্বালানির দাম বাড়ার পর বর্তমান ভাড়ায় বাস নামানো সমস্যা বলে অভিযোগ জানিয়েছেন বাস মালিকদের একাংশ। এর ফলে আজ মোমিনপুরে দেখা গিল বাসের সংখ্যা যথেষ্টই কম।  বাস মালিক সংগঠনের দাবি, সরকার ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অটল থাকায় তাঁদের লোকসানের মুখে পড়তে হচ্ছে।

    আরও পড়ুন :

    'পেট্রোলের দাম ১৫০ ছুঁয়ে ফেললেও অবাক হব না' , মনে করছেন অর্থনীতিবিদরা