শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ: অন্নপ্রাশনের (rice ceremony) দিনেই মুখে শেষ বারের মতো অন্ন তুলল ছ'মাসের (six month old) শিশু (child)। মর্মান্তিক ঘটনায় শোকের  ছায়া তুফানগঞ্জের (tufangunj) শৈলধুকরি এলাকায়। কোথা থেকে কী হয়ে গেল, এখনও বুঝে উঠতে পারছেন না মৃত শিশুর পরিজনরা।


কী হয়েছিল?


নাম অপূর্ব মণ্ডল। কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বলরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শৈলধুকরি এলাকার ওই খুদে বাসিন্দা গত বেশ কিছু দিন ধরেই সর্দি কাশিতে ভুগছিল। জানাচ্ছেন বাবা অতুল মণ্ডল। চিকিৎসাও করা হচ্ছিল অপূর্বর। এর মধ্য়েই শুরু অন্নপ্রাশনের তোড়়জোড়। পরিবার সূত্রে খবর, গত কাল অর্থাৎ শুক্রবার মুখে ভাত উপলক্ষ্যে স্থানীয় একটি মন্দিরে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। মন্দিরের প্রসাদ খাইয়ে অন্নপ্রাশনের রীতি পালন করতে চেয়েছিল পরিবার। এর পরই বিপত্তি। সূত্রের খবর প্রসাদের টুকরো মুখে দেওয়ার পর থেকে শ্বাসকষ্ট বাড়তে থাকে অপূর্বর। অবস্থা খারাপ হলে দ্রুত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসা করা হয়েছিল। অক্সিজেনও দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।


শ্বাসনালীতে খাবার আটকে মৃত্যু


শিশুটির বাবা জানাচ্ছেন, শ্বাসনালীতে খাবারের টুকরো আটকে যাওয়াতেই ছেলের এই মর্মান্তিক পরিণতি বলে চিকিৎসকদের মত। কিন্তু সেই টুকরো বের করা গেল না কেন? হাসপাতাল সূত্রে খবর, তাদের কাছে আনার আগেই অপূর্বর অবস্থার অবনতি হয়েছিল। তার উপর বলরামপুর থেকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পৌঁছতেও অনেকটা সময় চলে যায়। কালজানি নদীর ব্রিজ পেরিয়ে যখন শিশুটির পরিবার তাকে নিয়ে নিয়ে হাসপাতাল পৌঁছেছে, তত ক্ষণে ঘটনার পর অন্তত আধঘণ্টা কেটে গিয়েছে। ফলে লড়াইয়ের সময়টুকুও পাওয়া যায়নি। 
এই মুহূর্তে অবশ্য কোনও যুক্তিই কানে বা মনে ঢুকছে না শোকসন্তপ্ত বাবা-মার। কোলের শিশুকে অন্নপ্রাশনের দিনে হারিয়ে শোকের ভাষাও হারিয়েছেন তাঁরা।


আরও পড়ুন:শপথ নিয়েছেন এক সপ্তাহ আগে, তৃণমূলের কার্যালয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি, বিতর্ক তুঙ্গে