সনৎ ঝা, শিলিগুড়ি: বিদেশি নোট (siliguri foreign currency news), তাও আবার রাস্তায়! এমনই ঘটনার সাক্ষী রইল শিলিগুড়ি। রাস্তা থেকে বিদেশি নোট কুড়িয়ে পেলেন ট্র্যাফিক পুলিশ। বিধান মার্কেট এলাকায় ঘটনাটি ঘটেছে। 


কী জানা গেল?
প্রত্যেক দিনের মতো এদিনও বাকি সহকর্মীদের সঙ্গে কাজে ব্যস্ত ছিলেন শিলিগুড়ি ট্র্য়াফিক পুলিশের এএসআই খলিরুল মহম্মদ। হঠাৎ নজরে আসে, রাস্তার পাশে টাকার মতো কিছু একটা পড়ে রয়েছে। সামনে যেতে বুঝতে পারেন, একতারা বিদেশি নোট পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। সূত্রের খবর, রাস্তার যেখানে নোটগুলি পড়ে ছিল, তার সামনে একটি বন্ধ চায়ের দোকান ছিল। একটু খুঁটিয়ে দেখতেই বোঝা যায়, ৫০ টাকার ২৬টি নোট এবং হাজার টাকার ৭টি নোট রয়েছে সেখানে। তবে নোটগুলি কোন দেশের, সেটি এখনও পর্যন্ত বোঝা যায়নি। নোটগুলি বাজেয়াপ্ত করে পানিট্যাংকি ফাঁড়ির হাতে হস্তান্তর করেন ট্র্যাফিক পুলিশের এএসআই খলিরুল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, এই রাজ্যে জাল নোট বাজেয়াপ্ত হওয়ার ঘটনা বেনজির নয়।গত জুলাইয়েই যেমন, মালদার দু'টি আলাদা জায়গা থেকে জাল নোট উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, ধৃতেরা প্রত্যেকে জাল নোটের পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজারের বাঁধাপুকুর মোড় থেকে দু'জনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। তৃতীয় ব্যক্তিকে গ্রেফতার করা হয় কালিয়াচক থেকে।


আর যেখানে...
গত বছর সেপ্টেম্বরে, কলকাতা বিমানবন্দরে ৯ কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার হওয়ার ঘটনা হইচই ফেলে দেয়। সে বার বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৯ কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করেছিল কাস্টমস যা দেখে চক্ষু চড়কগাছ নিরাপত্তারক্ষীদের। জানা যায়, কলকাতা বিমানবন্দর থেকে দুবাইগামী বিমান ধরার কথা ছিল ওই ব্যক্তির। চেকিং করার সময় গৌতম রবিশংকর নামক ওই ব্যক্তির ব্যাগে ৪১ টি খামের সন্ধান মেলে। সন্দেহ হওয়ায় বিমানবন্দরে নিযুক্ত নিরাপত্তা রক্ষীরা তাঁর ব্যাগ খুলে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। খামগুলি খুললে দেখা যায়, খামের মধ্যে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা রয়েছে। এত বিদেশি মুদ্রা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল নিরাপত্তারক্ষীদের। তৎক্ষণাৎ ঐ ব্যক্তিকে তুলে দেওয়া হয় শুল্ক দফতরের হাতে।
শিলিগুড়ির ঘটনাতেও যে প্রশ্ন পুলিশকে ভাবাচ্ছে, তা হল কোথা থেকে এসেছিল ওই বিদেশি নোটের তাড়া?


আরও পড়ুন:'কাঁহাতক দলকে ডিফেন্ড করবেন, কাজ কঠিন হয়ে যাচ্ছে', বিস্ফোরক কুণাল