কলকাতা: 'তৃণমূল কংগ্রেসের সবাইকে শুভেচ্ছা জানাই। তৃণমূলের প্রতিষ্ঠাদিবসের আগে সবাইকে শুভেচ্ছা।' ফের দলের প্রতি অনুগত থাকার বার্তা প্রাক্তন শিক্ষামন্ত্রীর (Former Education Minister)। আজ নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে (Alipore Court) পেশের আগে বার্তা পার্থর। আজ আদালতে তোলা হবে সুবীরেশ, শান্তিপ্রসাদ ও দুই মিডলম্যান প্রসন্ন, প্রদীপকেও।                                                                                               


ফের দলের প্রতি অনুগত থাকার বার্তা: দল দূরে, কিন্তু ফের একবার দলের পাশে থাকার বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনকে আজ আলিপুর আদালতে তোলা হয়। আদালতে যাওয়ার পথে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "২০২৩ নববর্ষের শুভেচ্ছা জানাই। তৃণমূলের প্রতিষ্ঠাদিবসের আগে শুভেচ্ছা জানাই। বেহালাবাসী, আমার অঞ্চল- সব নাগরিককে শুভেচ্ছা জানাই। বহু প্রতিক্ষীত জোকা-তারাতলা মেট্রো রেল চালু যেমন পূর্ণতা পায়।'' 


"তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না।'' শুভেন্দু অধিকারীর ডিসেম্বর সাসপেন্স প্রসঙ্গে, এর আগে দলের পাশেই থাকার বার্তা দেন পার্থ চট্টোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর ডিসেম্বর সাসপেন্স নিয়ে জল্পনা থামছে না। সবার মুখে মুখে একটাই প্রশ্ন কী হবে ডিসেম্বর? বড় কিছু? না কি রাজনৈতিক গিমিক ? এই আবহে প্রশ্ন করা হলে, পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট বলেন, "তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না।''                                                                                                                                  


দলের পাশেই পার্থ চট্টোপাধ্যায়: তৃণমূলের জেলবন্দী প্রাক্তন মহাসচিব। মমতা বন্দ্য়োপাধ্য়ায় মন্ত্রিসভার প্রাক্তন নম্বর টু। দলেরও একদা নম্বর। সেই তিনিই এখন দুর্নীতির অভিযোগে কারাগারের পেছনেও থেকেও  দলের পাশে। এর আগে আলিপুর আদালতে তোলার সময় ডিসেম্বর-সাসপেন্স নিয়ে ভবিষ্য়দ্বাণী শোনা যায় পার্থ চট্টোপাধ্য়ায়ের গলায়।  কিন্তু, জেলবন্দি থেকেও বারবার দলের প্রতি আনুগত্য স্পষ্ট করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এর আগেও তিনি জানিয়েছন, "দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই ছিলাম।''



আরও পড়ুন: Calcutta Medical College: কলকাতা মেডিক্যাল কলেজে প্রতীকী ছাত্র সংসদ নির্বাচন