সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা:  প্রাক্তন শিক্ষাসচিব দুষ্মন্ত নারিয়ালাকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI)। সিবিআই (cbi) সূত্রে দাবি, এর আগে শিক্ষা সচিব মণীশ জৈনকে (Manish Jain) জিজ্ঞাসাবাদে উঠে আসে প্রাক্তন শিক্ষা সচিব দুষ্মন্ত নারিয়ালার নাম।                     


বর্তমানের পর এবার প্রাক্তন! নিয়োগ দুর্নীতি (Recrutment Corruption) মামলায় এবার প্রাক্তন শিক্ষাসচিব দুষ্মন্ত নারিয়ালাকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। ২০১৬-র জুন থেকে ২০১৮-র জুন মাস পর্যন্ত সকুল শিক্ষা দফতরের সচিব পদে ছিলেন দুষ্মন্ত নারিয়ালা। বর্তমানে তিনি বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব পদে রয়েছেন।  শনিবার সকাল ১১টা নাগাদ তিনি সিবিআই দফতরে আসেন। 


সূত্রের খবর , তিনি শিক্ষাসচিব থাকাকালীন রাজ্য়ের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)। দুষ্মন্ত নারিয়ালা, শিক্ষা সচিব থাকাকালীনই গ্রুপ সি, গ্রুপ ডি ও একাদশ-দ্বাদশে বেশ কিছু নিয়োগ হয়। সূত্রের দাবি, সিবিআই আধিকারিকরা তাঁর কাছে জানতে চান, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও দুর্নীতি হয়েছিল কিনা? 


তাঁর ভূমিকাই বা কী ছিল? সিবিআই (CBI) সূত্রে দাবি, এর আগে শিক্ষা সচিব মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদে উঠে আসে প্রাক্তন শিক্ষা সচিব দুষ্মন্ত নারিয়ালার নাম। 


মণীশ জৈনকে (Manish Jain) জিজ্ঞাসাবাদে দুষ্মন্ত নারিয়ালার নাম। যে নথি জমা দিয়েছিলেন মণীশ (Manish Jain) , তাতেও বেশ কয়েকটি জায়গায় দুষ্মন্তের সই মিলেছিল বলে সিবিআই (CBI) সূত্রে দাবি। দুর্নীতির সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা জানতেই তলব। ১৫ জুন শিক্ষাসচিব মণীশ জৈনকে (Manish Jain) ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় আগেই চার্জশিট দিয়ে চাঞ্চল্যকর দাবি করে ইডি (Enforcement Directorate)।       


ইডির দাবি, প্রার্থীদের থেকে টাকা তোলার জন্য় সেখানেই ভুয়ো ইন্টারভিউয়ের ব্য়বস্থা করা হয়েছিল। আর সেই ইন্টারভিউ হয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় থেকে শিক্ষাসচিব মণীশ জৈনের তত্ত্বাবধানে। এনিয়ে জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়কেও জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। শিক্ষাসচিবের জবাবে সন্তুষ্ট না হওয়ায় ২১ জুন ফের মণীশ জৈনকে তলব করে সিবিআই। তবে সেদিন তিনি হাজির হননি। এরমধ্য়েই, এবার প্রাক্তন শিক্ষা সচিবকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI)।     


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial