প্রকাশ সিন্হা, কলকাতা: রেশন দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতেন। বিষয়টি তাঁর নলেজে ছিল! বয়ানে এমনই বিস্ফোরক স্বীকারোক্তি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। সূত্রের খবর, বৃহস্পতিবার আদালতে জমা দেওয়া রিপোর্টে এমনই দাবি করেছে ইডি। প্রশ্ন উঠছে, তাহলে কি সব জেনেবুঝেও চুপ করেছিলেন তিনি? 


খাদ্যমন্ত্রী থাকাকালীন রেশন দুর্নীতি নিয়ে পুরোপুরি ওয়াকিবহাল ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক!রেশন ব্যবস্থায় যে দুর্নীতি হচ্ছে, সেরকম একাধিক অভিযোগ এসেছিল তাঁর কাছে!সূত্রের দাবি, বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে জমা দেওয়া রিপোর্টে এমনই বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এখানেই প্রশ্ন জোরাল হচ্ছে,তাহলে কি সব জেনেশুনেও কোনও ব্যবস্থা নেননি প্রাক্তন খাদ্যমন্ত্রী? ইডি সূত্রে দাবি, এ বিষয়ে রেশন দুর্নীতি মামলায় পুলিশের করা FIR-কে ঢাল করতে চাইছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার আদালতে জমা দেওয়া রিপোর্টে গোটা বিষয়ে একাধিক বিস্ফোরক দাবি করা হয়েছে। 


ইডি সূত্রে দাবি, আদালতে জমা দেওয়া রিপোর্টে উল্লেখ রয়েছে,জেরার সময় প্রাক্তন খাদ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, রেশন দুর্নীতি নিয়ে যে একাধিক অভিযোগ উঠেছিল, সেই বিষয়ে তিনি কিছু জানতেন কিনা। ইডি সূত্রে দাবি, তাতে সম্মতি জানান জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, একাধিক অভিযোগ জমা পড়েছিল। বিষয়টা তাঁর জানা ছিল। ইডির অফিসাররা প্রশ্ন করেন, সব জানার পরও, তৎকালীন খাদ্যমন্ত্রী হিসেবে তিনি বা তাঁর খাদ্য দফতর কোনও ব্যবস্থা নেয়নি কেন? ব্যবস্থা না নেওয়ার জন্য তাঁর ওপর কি কোনও চাপ ছিল?


সূত্রের দাবি, উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, পুলিশ তদন্ত করছিল বলেই, খাদ্য দফতর আর কোনও ব্যবস্থা নেয়নি। কিন্তু, রেশন দুর্নীতিতে পুলিশের তদন্ত নিয়েও ইতিমধ্য়েই বড়সড় প্রশ্ন উঠেছে। ২০১১ থেকে ১০ বছর রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেইসময় রেশনে দুর্নীতির অভিযোগে নদিয়া, কলকাতার একাধিক থানায় FIR করা হয়। কিন্তু সূত্রের দাবি, ইডির তদন্তকারীরা মনে করছেন, সেই তদন্ত ঠিকঠাক করে করা হয়নি! রেশন দুর্নীতির কোনও মাথাকে গ্রেফতারও করেনি পুলিশ। ইডি সূত্রে দাবি, এ নিয়ে জেলে গিয়ে ফের জেরা করা হবে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। 


আরও পড়ুন, বিশ্বকাপে টিম ইন্ডিয়া জার্সির রং গেরুয়া কেন ? প্রশ্ন মমতার


এদিকে সূত্রের খবর, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ, জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক জানান তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করানোর আবেদন জানান। তবে জেলের চিকিৎসক এসে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষার পর জানিয়ে দেন, সমস্ত প্যারামিটার ঠিক আছে। তবে শ্বাসকষ্ট হচ্ছে বলায়, জ্যোতিপ্রিয় মল্লিককে সামান্য অক্সিজেন দেওয়া হয়। নেবুলাইজও করা হয়।