সৌভিক মজুমদার, বিটন চক্রবর্তী , তমলুক :  সোমবার, ২২ এপ্রিল, বহু প্রতীক্ষিত SSC মামলার রায় দান। রায় দেবে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ। SSC-তে, গ্রুপ C, গ্রুপ D-র কর্মী নিয়োগের পাশাপাশি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। গত ১৩ই মার্চ, শুনানি চলাকালীন পর্যবেক্ষণে দু’টি বিকল্পের কথা উল্লেখ করেন বিচারপতি দেবাংশু বসাক। প্রথমত, দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ অথবা বাতিল করা হতে পারে গোটা নিয়োগের অংশবিশেষ। শেষমেষ কী রায় দেয় কলকাতা হাইকোর্ট? নজর থাকবে সকলেরই। তবে SSC-দুর্নীতি মামলায় যিনি একের পর এক সাড়া ফেলে দেওয়া রায় দিয়েছিলেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বিচারব্যবস্থা থেকে বহু দূরে। তিনি এখন বিজেপির হয়ে লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত। তিনি কী ভাবছেন ?


প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন তমলুকে। প্রচারে ব্যস্ত দিন - রাত । তিনি কী ভাবছেন SSC মামলা নিয়ে। বহু বঞ্চিত চাকরীপ্রার্থী আশায় বুক বেঁধেছিল তাঁর রায় শুনে। একের পর এক সাড়া ফেলা পর্যবেক্ষণ ব্যক্ত করেছিলেন প্রাক্তন বিচারপতি । তিনি এখন সেসব থেকে রাজনীতির ময়দানে। তবুও SSC মামলার কথা উঠলেই অনেকেরই মনে এসে পড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। তিনি কী বললেন ? 


প্রাক্তন বিচারপতি জানালেন, 'আমি তো করেছিলাম। সুপ্রিম কোর্ট যায়। বিষয়টা জাস্টিস দেবাংশু বসাকের আন্ডারে আছে। দেখা যাক কাল কী রায় দেয়।' 



প্রসঙ্গত উল্লেখ্য, SSC-দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। তার প্রেক্ষিতে, মামলাগুলো কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় এবং বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশে দেয় সুপ্রিমকোর্ট। প্রায় সাড়ে তিন মাস ধরে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে টানা এই মামলার শুনানি হয়েছে। এখন সোমবার আদালত কী রায় দেয়, সেদিকেই সকলের নজর। 


 চাকরির আশায় অসহ্য় গরমের মধ্য়ে এতগুলো দিন ধরে যারা রাস্তায় বসে, সেই সব চাকরিপ্রার্থীরাও তাকিয়ে রয়েছেন এই রায়দানের দিকে। সবমিলিয়ে ভোটের মুখে, গত কয়েক বছরে বহুচর্চিত নিয়োগ দুর্নীতি মামলায় আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে সকলে।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 
আরও পড়ুন :                          
কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?