সনৎ ঝা, দার্জিলিং: দলের সিদ্ধান্ত মেনে বয়সের কারণে সিপিএমের জেলা কমিটি থেকে সরছেন অশোক ভট্টাচার্য। তেমনই ইঙ্গিত দিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র। সিপিএম নেতা জানিয়েছেন, তরুণদের সুযোগ দেওয়াই উদ্দেশ্য। যদিও, এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল ও বিজেপি।
রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু কয়েকদিন আগে বলেছিলেন, আমি কোনও কমিটিতে থাকব না। কিন্তু পার্টিতে থাকব। পার্টির নির্দেশে যে কাজ করতে বলবে সেই কাজ করব।
দার্জিলিং সিপিএমের জেলা কমিটির সদস্য অশোক ভট্টাচার্য বলেছেন, জেলা কমিটিতে বয়স ৭০। যাদের এই বয়স অতিক্রম করে যাবে তারা অটোমেটিক সরে যাবে।
বয়সের কারণে, কোনও কমিটিতে না থাকার কথা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবার একই যুক্তিতে সিপিএমের জেলা কমিটি থেকে সরে দাঁড়াচ্ছেন অশোক ভট্টাচার্য।
সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী, ৭০ বছর বয়স পর্যন্ত জেলা কমিটিতে থাকা যায়।শিলিগুড়ির প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যর বয়স এখন ৭২।পার্টির গঠনতন্ত্র অনুযায়ী, প্রবীণ সিপিএম নেতার আর কমিটিতে থাকার কথা নয়। সেইমতো তিনি সরে যাচ্ছেন। অশোক ভট্টাচার্য বলেছেন, আমাদের উদ্দেশ্য, এই জায়গাগুলিতে নতুনদের কীভাবে সুযোগ দেওয়া যায় সেটা দেখা। তাঁরা যদি পদ না ছাড়েন তাহলে তরুণদের কীভাবে নেব।
বামফ্রন্ট ক্ষমতায় থাকার সময় দীর্ঘদিন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য।ছিলেন শিলিগুড়ির মেয়রও।উত্তরবঙ্গের দাপুটে সিপিএম নেতার দলের কমিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে, খোঁচা দিয়েছে তৃণমূল-বিজেপি।
তৃণমূল কংগ্রেস দার্জিলিং (সমতল)-এর মুখপাত্র বেদব্রত দত্ত বলেছেন, বামপন্থী নেতারা দেহত্যাগ করতে পারেন,পদত্যাগ করতে পারেন না। ওঁরা যত কম বলেন তত ভাল। ওঁদের তরুণ নেতারা দল ছেড়েছেন, সিনিয়র নেতারা জায়গা ছাড়েননি বলে।
বিজেপি দার্জিলিং (সমতল)-এর সাধারণ সম্পাদক রাজু সাহা বলেছেন, বিপদকালে বুদ্ধি বাড়ে। শেষ সময়ে সিপিএম যখন চারিদিকে নিভে গেছে, সেখানে উনি চিন্তা করছেন দল থেকে আর কিছু পাওয়ার নেই।
এই মুহূর্তে সিপিএমের রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য অশোক ভট্টাচার্য।সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী, ৭২ বছর বয়স পর্যন্ত রাজ্য কমিটিতে থাকা যায়।