কলকাতা : লোকসভা ভোটর ফল প্রকাশ হতেই জেলায় জেলায় বিজেপিতে ভাঙন দেখা দিচ্ছে। উপনির্বাচনে বিজেপির প্রার্থী নিয়েও অনেকের মনে উষ্মা। আবার ইতিমধ্যেই লোকসভা ভোটে বিভিন্ন কেন্দ্রে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে দলের মধ্যেই অনেকে অসন্তোষপ্রকাশ করেছেন। ফুল বদলের পালা শুরু হয়েছে জেলাস্তরে। এরই মধ্যে খাস কলকাতায় হেভিওয়েট এক নেতা বিজেপি ছাড়লেন। ফিরলেন নিজের প্রাক্তন দলে। জোড়াসাঁকোর প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ ফের তৃণমূলে এলেন।


আগেও দল বদলের ইতিহাস আছে তাঁর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দীনেশ বাজাজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে বছর খানেকের মধ্যেই তাঁর সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়। এবার মানিকতলা বিধানসভা আসনে উপ নির্বাচনের আগে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে রবিবার এক ঘরোয়া বৈঠকে সামিল হয়ে দীনেশ বাজাজ নিজেই জানালেন, ঘরে ফিরে এলেন।


এই বৈঠকে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা উপ নির্বাচনের জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক কুণাল ঘোষ এবং চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ্য় রাউত। কুণালের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমেই দীনেশ বাজাজ উপ নির্বাচনে মানিকতলায় জয়ের জন্য তৃণমূলকে সাহায্য করবেন তাঁর অভিজ্ঞতা দিয়ে। এলাকায় যোগাযোগ নিয়েও সাহায্য করবেন তিনি। তাই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে খবর ঘাসফুল শিবির সূত্রে।   


একুশের বিধানসভা ভোটের আগে  ভোটে লড়ার টিকিট না পেতে চটে গিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। সেই সময়টায়  দল ছাড়ার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। সেই সময়ই  তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার কথা করেন দীনেশ বাজাজ।  তিনি ছিলেন  তৃণমূল হিন্দি সেলের দায়িত্বে। কিন্তু ২০২১ এর বিধানসভা নির্বাচনে তিনি টিকিট পাননি। এরপরই সোজা মুকুল রায়ের বাড়িতে ছুটেছিলেন তিননি । মুকুল রায়ের সঙ্গে দেখা করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন দীনেশ। কিন্তু বেশিদিন আর বিজেপির সঙ্গে তাঁর বনিবনা হয়নি। বিভিন্ন ইস্যুতে দীনেশের সঙ্গে বঙ্গ বিজেপির চিড় স্পষ্ট হয়। তাছাড়া যাঁর হাত ধরে তিনি বিজেপিতে এসেছিলেন, সেই মুকুল রায়ও আর রাজনীতির আবর্তে নেই। তাই আবার তিনি পদ্ম ছেড়ে ঘাসফুলে। উপনির্বাচনের প্রচারে তাঁর উপর নাকি রয়েছে বড় দায়িত্ব। 


আরও পড়ুন, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।