করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) কালিয়াচকে (Kaliachak) মোবাইল ফোনের টাওয়ার বসানোর টোপ দিয়ে প্রতারণার (Fraud) অভিযোগ। কলকাতা থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল মালদা সাইবার ক্রাইম থানা (Malda Cyber Crime Police Station)। নেপথ্যে আর কারা জড়িত? জানতে ধৃতকে ৭ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 


প্রতারণা চক্রের পর্দাফাঁস: শুক্রবারই মোবাইলের টাওয়ার বসানো ও বন্ধ হয়ে যাওয়া বিমা ফের চালু করার নামে একটি প্রতারণা চক্রের পর্দাফাঁস করে CID! ২০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 


এর রেশ কাটতে না কাটতেই ফের মোবাইল টাওয়ার (Mobile Tower) বসানোর নামে প্রতারণার অভিযোগ উঠল! কলকাতার পর এবার ঘটনাস্থল মালদা। কালিয়াচকের বাসিন্দা ও অভিযোগকারী নজরুল ইসলামের দাবি, বছর কয়েক আগে মোবাইল ফোনের সূত্র ধরে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) সন্দেশখালির (Sandeshkhali) বাসিন্দা শুভঙ্কর মিস্ত্রির সঙ্গে তাঁর আলাপ হয়।


১৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বেপাত্তা: অভিযোগ, এরপর মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ধাপে ধাপে তাঁর থেকে প্রায় ১৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বেপাত্তা হয়ে যান অভিযুক্ত। শেষে মালদা সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন প্রতারিত।


অভিযোগকারীর আত্মীয় মহম্মদ আনসারুলের কথায়, মোবাইল টাওয়ার বসিয়ে দেওয়ার নামে বিভিন্ন দফায় টাকা নেয়। মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করি। অবশেষে কলকাতার সার্ভে পার্ক থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছে। কড়া শাস্তি হোক।


তদন্তে নেমে কলকাতার সার্ভে পার্ক থানা এলাকা থেকে রবিবার অভিযুক্ত শুভঙ্কর মিস্ত্রিকে গ্রেফতার করে মালদার সাইবার ক্রাইম থানা। পুলিশ সূত্রে দাবি, ধৃতের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি প্রতারণার অভিযোগ সামনে এসেছে।


বড় কোনও প্রতারণাচক্রের সঙ্গে ধৃতের যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন তদন্তকারীরা। এদিন ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হলে তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।