কলকাতা: আজ প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল (Joint Examination Result 2023)। মেধা তালিকায় (merit list) প্রথম দশে রয়েছে ১০ জন। পরীক্ষার ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ হল আজ। এই বছর মোট পরীক্ষার্থী ছিল ১,২৪ ৯১৯ জন। মোট পরীক্ষাকেন্দ্র (examination centre) ছিল ৩১৯টি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সফল হয়েছে ৫১,৩৪৫ পরীক্ষার্থী। এবার ৩০ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছিল। 


জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধা তালিকা


প্রথম স্থান: মহম্মদ সাহিল আখতার, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, সিবিএসই
দ্বিতীয় স্থান: সোহম দাস, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, সিবিএসই
তৃতীয় স্থান: সারা মুখোপাধ্যায়, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বোর্ড
চতুর্থ স্থান: সৌহার্দ্য দণ্ডপাট, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, উচ্চমাধ্যমিক বোর্ড
পঞ্চম স্থান: অয়ন গোস্বামী, হেমশীলা মডেল স্কুল, সিবিএসই
ষষ্ঠ স্থান: অরিত্র অম্বুধ দত্ত, নারায়ণা স্কুল, সোদপুর, সিবিএসই
সপ্তম স্থান: কিন্তন সাহা, মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুল, কোটা, সিবিএসই
অষ্টম স্থান: সাগ্নিক নন্দী, বাঁকুড়া জেলা স্কুল, উচ্চমাধ্যমিক বোর্ড
নবম স্থান: রক্তিম কুণ্ডু, দিশা ডেলফি পাবলিক স্কুল, কোটা, সিবিএসই
দশম স্থান: শ্রীরাজ চন্দ্র, হোলি অ্যাঙ্গেলস স্কুল, কাটোয়া, ইন্ডিয়ান কাউন্সিল ফর সেকেন্ডারি এডুকেশন


প্রথম স্থানাধিকারী মহম্মদ সাহিল আখতারের প্রতিক্রিয়া, 'অবশ্যই ভাল লাগছে। অবশ্যই প্রথম হব আশা করিনি। কিন্তু আমার দুই বছরের কঠোর পরিশ্রম এখন সুফল দিচ্ছে দেখে ভাল লাগছে। আমি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজি অর্থাৎ MIT USA-তে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি জ্যোতির্পদার্থবিদ্যা নিয়ে আগ্রহী। সেই দিকেই যেতে চাই।'


আরও পড়ুন: Health News : ভুল সময়ে জল পান করলে একাধিক রোগের ঝুঁকি, সঠিক ক্ষণ কখন ?


জয়েন্টে সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত পরশু অর্থাৎ ২৪ মে প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের ফলাফল। এই বছর উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নেয় ৮৭ জন, যে সংখ্যা গত বছরে ছিল ২৭২। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। উত্তীর্ণ হয় ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাসের হার ৮৯.২৫ শতাংশ। পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। দশম স্থানে রয়েছে কলকাতা। হুগলি থেকে সবথেকে বেশি ১৮ জন জায়গা করে নেয় মেধা তালিকায়।


Education Loan Information:

Calculate Education Loan EMI