দুবাই: সামনের মাসেই ইংল্যান্ডের ওভালে আয়োজিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ৭ থেকে ১১ জুন আয়োজিত সেই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হবে। তার আগে আজ, শুক্রবার, ২৬ মে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির তরফে ফাইনাল ম্যাচের পুরস্কারমূল্য জানিয়ে দেওয়া হল।
ভারত-অস্ট্রেলিয়ার এই খেতাবি লড়াইয়ে জয়ী দল অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারস্বরূপ এক বিশেষ দণ্ড তো দেওয়া হবেই, পাশাপাশি ১.৬ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১৩.৩২ কোটি) পুরস্কার মূল্যও পাবে। ফাইনালে পরাজিত দলকে আট লাখ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৬.৫ কোটি)। আইসিসির তরফে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ সাইকেলে মোট ৩.৮ মিলিয়ন মার্কিন ডলার (৩১.৪ কোটি ) পুরস্কারমূল্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা অংশগ্রহণকারী নয়টি দলের মধ্যেই ভাগ করে দেওয়া হবে।
প্রসঙ্গত, বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে ভারত ও অস্ট্রেলিয়া, উভয় দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে এবং সেক্ষেত্রে পুরস্কারমূল্য ভাগ করে দেওয়া হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ৩.৫ কোটি এবং চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড ২.৮ কোটি টাকা পাবে।
নতুন অনুশীলন জার্সি
ভারত চলতি বছরেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ সিরিজ জিতলেও ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতিতে অজিরা যে প্রতিপক্ষ হিসাবে আরও শক্তিশালী হয়ে নামবে, মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের মহড়ায় নেমে পড়ল ভারতীয় দল। আইপিএল চলছে। এখনও কোয়ালিফায়ার টু এবং ফাইনাল বাকি। তাই অধিনায়ক রোহিত শর্মা, শুভমন গিলরা এখনও ইংল্যান্ডে পৌঁছতে পারেননি। আইপিএল মিটলে তবেই জাতীয় শিবিরে যোগ দেবেন তাঁরা। তবে যাঁরা ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন, সেই উমেশ যাদব, শার্দুল ঠাকুররা প্রস্তুতিতে নেমে পড়েছেন। হেড কোচ রাহুল দ্রাবিড়, সহকারী কোচ বিক্রম রাঠৌর, পরশ মামব্রেরাও পৌঁছে গিয়েছেন। তাঁদের তত্ত্বাবধানে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।
তারই মাঝে টিম ইন্ডিয়ার নতুন ট্রেনিং কিটের ছবি প্রকাশ্যে এল। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে, নতুন ট্রেনিং কিট পরে শার্দুল-উমেশরা। অনেকে এই কিটের সঙ্গে ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সির মিল খুঁজে পাচ্ছেন। অনেকটা গাঢ় আকাশি রংয়ের জার্সি।
আরও পড়ুন: শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে বিশেষভাবে উপকারী নারকেল, কীভাবে ব্য়বহার করবেন?