সুনীত হালদার, হাওড়া: দুর্গাপুজোর আগে কেপমারদের (Kapemari) বড় গ্যাংয়ের হদিশ পেল লালবাজার (kolkata police) ও হাওড়া সিটি পুলিশ (howrah city police)। গত কাল রাতে ডোমজুড়ের (domjur) নারনা এলাকা থেকে ওই গ্যাংয়ের সদস্য সন্দেহে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়। তাঁদের আজ আদালতে তোলার কথা।
কী ঘটেছিল?
ফি বছর দুর্গাপুজো অথবা দীপাবলির আগে কলকাতা ও সংলগ্ন হাওড়ার শহর এলাকায় যে কেপমারদের দাপট বেড়ে যায়, সেটা মোটামুটি স্পষ্ট। এবারও গোপন সূত্রে সে রকমই কিছু খবর পেয়েছিল দুই জেলার পুলিশ প্রশাসন। সেই সূত্র ধরে হাওড়ার ডোমজুড়ের নারনা গ্রামে গত রাতে হানা দেয় কলকাতা পুলিশের একটি দল। হাতেনাতে গ্রেফতার করা হয় ৪ জনকে। সূত্রের খবর, ধৃতদের মধ্যে তিন জন মহিলা ও এক জন পুরুষ। ৪ জনই রাজস্থানের সাতোয়ারা গ্রামের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জেনেছে পুলিশ। দুর্গাপুজোর আগে কলকাতার বড় শপিং মল, বাজার এলাকা, বাস এবং মেট্রোরেলে কেপমারি ও পকেটমারি করত এরা, অভিযোগ এমনই। ধৃতদের সঙ্গে শিশুরাও থাকত। পুলিশের দাবি, কেপমারিতে ওই শিশুদেরও ব্যবহার করা হত। ওই ৪ জনের থেকে মোট ৯ জন শিশুকে উদ্ধার করা হয়েছে যাদের বয়স ৬ থেকে ১৩ বছরের মধ্যে। আপাতত উদ্ধার হওয়া শিশুদের হোমে পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর, কলকাতা পুলিশের সহযোগিতায় হাওড়া থেকে ধরা পড়ে কেপমারদের একটি পুরো গ্যাংই ধরা পড়েছে। তাঁদের মধ্যে আজ চার জনকে হাওড়া আদালতে তোলা হওয়ার কথা। বাকি চার জনকে কলকাতা পুলিশ ব্যাঙ্কশাল কোর্টে তুলবে।
কেপমারির অভিযোগে হইচই...
চলতি বছরেরো গোড়ায় কেপমারির অভিযোগেই কলকাতা বইমেলা থেকে গ্রেফতার হন রূপা দত্ত নামে এক অভিনেত্রী। পুলিশ সূত্রে খবর, গত কাল বইমেলায় টহলরত পুলিশ কর্মীদের নজরে আসে এক মহিলা বেশ কয়েকটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। পুলিশ সূত্রে খবর, রূপা দত্ত নামে ওই অভিনেত্রীর কাছ থেকে প্রায় ৭৫ হাজার টাকা উদ্ধার হয়। পুলিশের দাবি, অভিনেত্রী স্বীকার করেছেন, জনবহুল এলাকা ও হাইপ্রোফাইল অনুষ্ঠানে গিয়ে তিনি হাতসাফাই করতেন। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে টাকার হিসেব লেখা ডায়েরি।
আরও পড়ুন:এপ্রিল থেকে জুন, দু'মাসে রাজ্যে দ্বিগুণ বাড়ল ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা