আবির দত্ত, রঞ্জিত সাউ ও আশিস বাগচি, রাজারহাট: বান্ধবীর জন্মদিনের পার্টিতে গেছিলেন। ভাবতেও পারেননি এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে হবে। পার্টি চলাকালীন, মাদক খাইয়ে, বেহুঁশ করে, তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল রাজারহাটের বিলাসবহুল রিসর্ট, বৈদিক ভিলেজে। ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।



পুলিশ সূত্রে খবর, ধৃত চারজনই তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার, একটি জন্মদিনের পার্টির জন্য, রিসর্ট ভাড়া নেওয়া হয়। সূত্রের খবর, পার্টিতে হাজির ছিলেন প্রায় ৩০ জন। সেখানে আমন্ত্রিত ছিলেন অভিযোগকারিণীও।                         


অভিযোগ, যে তরুণীর জন্মদিন ছিল, তাঁর অন্য ৪ বন্ধু, রাত ৯ টা-১০ টা নাগাদ, নির্যাতিতাকে মাদক খাইয়ে বেহুঁশ করে গণধর্ষণ করে। শুক্রবার, রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। 


এ প্রসঙ্গে বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, "মেডিক্যাল টেস্ট, তদন্ত সব আমরা করছি। এটা খুব সিরিয়াস কেস। গুরুত্ব দিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে। DD ইনভেস্টিগেশন করবে। ভিলার মালিকদেরও ইনভেস্টিগেট করব।"                       


প্রসঙ্গত, বৈদিক ভিলেজে যাঁরাই আসেন, তাঁদের নাম নথিভুক্ত করতে হয়। কিন্তু পুলিশ সূত্রে খবর, পার্টিতে আসা সকলের নাম নথিভুক্ত করা ছিল না।এই ঘটনায় রিসর্ট কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, কলকাতা সংলগ্ন রাজারহাটে তরুণীকে ‘গণধর্ষণ’ কাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা।                                       


আরও পড়ুন, কলকাতায় ডেঙ্গির দোসর ম্যালেরিয়া, আক্রান্ত তৃণমূল কাউন্সিলর, রিপোর্ট নিয়ে বিতর্ক


এই ঘটনা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "কলকাতার বৈদিক ভিজেল, সংরক্ষিত প্রোটেক্টেড এলাকা সেখানে আমাদের বাংলার ভাইপোর প্রচুর টাকা বিনিয়োগও আছে। বৈদিক ভিজেলে যদি এই ধরনের গণধর্ষনের ঘটনা চলতে থাকে তাহলে বাংলায় যে কোন নারী সুরক্ষিত নয় সেটা বলার অবকাশ থাকে না।" 


অন্যদিকে, সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "অপরাধীরা নিশ্চিন্ত আছে মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী তাই যা খুশি করা যায়। উনি একটা রেট বেঁধে দেবেন উনি একটা ছোট্ট ঘটনা বলবেন তারমধ্যে দিয়ে প্রশ্রয় দেবেন এটা দুষ্কৃতীরা বুঝে গেছেন। আবার গণধর্ষন , পার্কস্টিট কাণ্ডের সময় উনি সর্তক হয়নি বরং উনি চোখ রাঙিয়েছিলেন, আজকে রন্ধে  রন্ধে পশ্চিমবঙ্গে মানুষকে বিপদে পড়তে হচ্ছে ধর্ষণ যেন জলভাত।"  


এই গোটা ঘটনা নিয়ে গোয়েন্দা বিভাগকে তদন্তভার দিয়েছে বিধাননগর কমিশনারেট।