অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা:  কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) উদ্য়োগে আগামীকাল শুরু হবে গঙ্গা আরতি (Ganga Aarti)। বাবুঘাটে (Babughat Ganga Aarti) আরতি বন্দনা নামের এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদমে। আগামীকাল এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই আজ অনুষ্ঠানের মহড়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। 


আগামীকাল এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী


প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার থেকে বাবুঘাটে শুরু হচ্ছে গঙ্গা আরতি। যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার আগে সেজে উঠেছে বাবুঘাট চত্বর। বসেছে আরতি বন্দনার বোর্ড। তৈরি হয়েছে মা গঙ্গার অস্থায়ী মন্দির (Kolkata News)। আরতি করার জন্য বসানো হয়েছে এরকম ১১টি অস্থায়ী মঞ্চ। এখান থেকেই ১১জন পুরোহিত গঙ্গা আরতি করবেন। এই পাড়ে যখন পুরোহিতরা গঙ্গারতি করবেন, ওই পাড়ে, হাওড়ার দিক থেকে চলবে শার্পি আলোর খেলা। ঘাটে বসে অপরূপ সেই দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।

সূত্রের খবর, মেয়র পারিষদ তারক সিংহের উদ্যোগেই আরতির এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। এদিন গোটা  বিষয়টি তদারকি করে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। এখন থেকে কলকাতা-হাওড়া, গঘঙ্গার দুই পাড়ের মানুষই রোজ সন্ধেয় গঙ্গা আরতি দেখতে পাবেন বলে জানান তিনি। তার জন্য যথেষ্ট নিরাপত্তারও ব্যবস্থা থাকছে, যাতে কোনও অঘটন না ঘটে।


আরও পড়ুন: DA Protests: 'পাঁচ বছর অন্তর ভিক্ষা চাইতে হয়, না পারলে চেয়ার ছাড়ুন', ফিরহাদকে পাল্টা DA আন্দোলনকারীদের

উত্তরপ্রদেশের বারাণসীর দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতির দেশজোড়া নাম রয়েছে। প্রতিদিন শয়ে শয়ে মানুষ সেই আরতি দেখেন। সম্প্রতি সেই ধাঁচে কলকাতাতেও গঙ্গার ঘাটে আরতির কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁকে বলতে শোনা যায়, "আমি চাই গঙ্গা আরতির একটা জায়গা আমাদের হোক। বিভিন্ন জায়গায়, যেমন উত্তপ্রদেশে গঙ্গা আরতি হয়।"


কলকাতাতেও গঙ্গার ঘাটে আরতির কথা প্রথম বলেন মুখ্যমন্ত্রী


এই গঙ্গা আরতির জন্য কলকাতা পুরসভাকে জায়গা খোঁজার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর পর বাবুঘাটকেই গঙ্গা আরতির জন্য বাছা হয়। শুরু হয় সাজিয়ে তোলার কাজ। বাবুঘাটে প্রতিবছর দুর্গাপ্রতিমা বিসর্জন হয়। সেকথা মাথায় রেখে, গঙ্গা আরতির ক্ষেত্রে সবই অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে।বৃহস্পতিবার থেকে প্রতিদিন সন্ধেয় এই গঙ্গা আরতি হলেও, দুর্গাপুজোর বিসর্জনের সময় এই গঙ্গা আরতি বন্ধ থাকবে।


এই গঙ্গা আরতি নিয়েও যদিও রাজনৈতিক তরজার সাক্ষী থেকেছে বাংলা। উত্তরপ্রদেশকে অনুকরণ করায় রাজ্যকে কটাক্ষ করেন বঙ্গ বিজেপি-র নেতৃত্ব। এমনকি বিজেপি-র গঙ্গা-আরতি ঘিরে বাবুঘাটে ধুন্ধুমার পরিস্থিতিও তৈরি হয়। তাতে গ্রেফতারও হন বিজেপি-র নেতা সজল ঘোষ। আবার পুলিশকে কার্যত ফাঁকি দিয়ে, গঙ্গা-আরতি করেন বঙ্গ বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার।