প্রয়াগরাজ : উত্তরপ্রদেশের প্রয়াগরাজে  (Prayagraj) মাঘ মেলায় করোনার থাবা। মকর সংক্রান্তির স্নানের আগে উপচে পড়ছে ভিড়। নতুন করে করোনা আক্রান্ত আরও ৩৮ জন। এই নিয়ে প্রয়াগরাজে মাঘ মেলা শুরুর আগেই সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৫১।

এদের মধ্যে পুলিশ কর্মীরাও রয়েছেন। আগামীকাল মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক পুণ্যার্থীর মাঘ মেলায় (Magh Mela 2022) আসার সম্ভাবনা। এরপরেও কড়াকড়ি ছাড়াই বহু মানুষ মেলায় আসছেন। করোনা আবহে মেলার আয়োজকদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। 




মেলা শুরুর আগেই অর্ধশতাধিক মানুষ আক্রান্ত। এই পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে সরকারের।  মেলায় এখনও সব ভক্তরা আসেননি। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তিতে কয়েক লাখ ভক্ত এখানে পৌঁছাতে পারেন। এর পাশাপাশি ১৭ জানুয়ারি পৌষ পূর্ণিমা থেকে এখানে এক লাখেরও বেশি সাধু ও ভক্তরা কল্পাবাস করবেন। মেলার জন্য প্রয়াগরাজে  অেক তাঁবু তৈরি করা হয়েছে। শুধুমাত্র সরকারী কর্মচারীদের মধ্যে যদি ৫০ জনের বেশি আক্রান্ত পাওয়া যায়, তাহলে লক্ষাধিক ভক্তের ভিড়ে করোনার বিস্ফোরণ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।


মাঘ মেলার পরিস্থিতি বদলায়নি। এমনকি এখনও অনেক মানুষ কোনো রকম বাধা ছাড়াই মেলা এলাকায় প্রবেশ করছে। মেলা এলাকার পাশাপাশি জেলায় ৩৭৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। প্রয়াগরাজে করোনার সক্রিয় কেসের সংখ্যা  দেড় হাজারের বেশি হয়ে গিয়েছে। 


অন্যদিকে ভয় ধরাচ্ছে, সারা দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই লক্ষ ছুঁইছুঁই। গতকালের তুলনায় ২৭ শতাংশ বেড়ে দেশে একদিনে সংক্রমিত ৫০ হাজারের বেশি। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হল ১৩ দশমিক ১১ শতাংশ।