পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: রাজ্য়ে ভয়ঙ্কর ডেঙ্গি (Dengue) পরিস্থিতি। একের পর এক ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু। শুধু কলকাতাই নয়, ভয় ধরাচ্ছে জেলার পরিসংখ্য়ানও। এই প্রেক্ষাপটে বাঁকুড়ায় খোদ সরকারি হাসপাতালে দেখা গেল চূড়ান্ত অসচেতনতার ছবি।

ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি:
বাঁকুড়া মেডিক্য়াল কলেজ (Bankura Medical College) চত্বরে যত্রতত্র আবর্জনার স্তূপ। নানা জায়গায় জমে বর্ষার জল। এই ছবি দেখে শিউরে উঠছেন চিকিৎসা করাতে আসা রোগীর পরিজনেরা। বাঁকুড়া সম্মিলনী মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু বলেন, “পুরসভার সঙ্গে কথা হয়েছে। শীঘ্রই পরিষ্কার করা হবে।’’


এদিকে, সোমবার ডেঙ্গি দমনে কড়া বার্তা দেয় নবান্ন। চলতি সপ্তাহেই ডেঙ্গি সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করে রাজ্য সরকার। পাশাপাশি, নির্দেশ দেওয়া হয়, যে সমস্ত পুর এলাকায় সংক্রমণ বাড়ছে, সংশ্লিষ্ট জেলাশাসকদের সেই সব কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করতে হবে। এরপরই, মঙ্গলবার সকাল থেকেই দুর্গাপুরের ২২ নম্বর ওয়ার্ডের সিটি সেন্টারের বেশ কিছু এলাকায় ডেঙ্গি সচেতনতার প্রচারে স্বাস্থ্যকর্মী ও সাফাই কর্মীদের সঙ্গে নিয়ে নামেন মহকুমা শাসক ও পুর প্রশাসক মন্ডলীর সদস্য।এই এলাকাতেই কিছুদিন আগে, ৩০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। এদিন, জল এবং জঞ্জাল জমে রয়েছে কিনা, সেই বিষয়গুলিও সরেজমিনে খতিয়ে দেখা হয়। এদিন এলাকাবাসীদের সতর্ক করা হয়, ভবিষ্যতে জমা জল বা আবর্জনা বাড়ির আশপাশে রাখা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া করা হবে।


ডেঙ্গি নিয়ে বিভিন্ন জেলার গুলির সঙ্গে বৈঠকে ইতিমধ্যেই পাঁচ দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন। গতকালের বৈঠকে বলা হয়, বাড়ছে হটস্পট, সব থেকে বেশি হটস্পট উত্তর ২৪ পরগনা জেলায়। পুর-এলাকার পর এবার পঞ্চায়েত এলাকাতেও বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামে গঞ্জের বাজার, হাট গুলি পরিষ্কার করার প্রতি বিশেষ জোর দেওয়ার নির্দেশ নবান্নের। নবান্নের তরফে বলা হয়েছে, পুলিশ প্রশাসনকেও যুক্ত করতে হবে ডেঙ্গি সংক্রমণ আটকানোর জন্য। কমিশনার অফ পুলিশ এবং পুলিশ সুপারদের জমা জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ। পঞ্চায়েত গুলি গ্রামাঞ্চলের জন্য মাইক্রো প্ল্যান তৈরি করবে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। রোগীদের কিভাবে চিকিৎসা হবে তার জন্য এসওপি তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তা দেওয়া হবে স্বাস্থ্য দফতরের তরফে। 


আরও পড়ুন: WB Dengue: ডেঙ্গি আক্রান্ত তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়