কলকাতা: শহরজুড়ে ইডি-র তল্লাশি। গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে খাটের নিচে মিলল প্লাস্টিকে মোড়ানো কোটি কোটি টাকা। তল্লাশি পার্ক স্ট্রিট, মোমিনপুর, নিউটাউনের আবাসনে। গার্ডেনরিচে খাটের তলা থেকেই মিলল ৮ কোটি টাকা। টাকা উদ্ধারের ঘটনায় সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "লজ্জার ব্যাপার, কোনও জায়গায় হাতে দিলেই কয়েক কোটি টাকা। মালদায় ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার কয়েক কোটি। অনুব্রত- পার্থ অথবা তাঁদের ঘনিষ্ঠ বা সহযোগী, আর তাদের পিছন পিছন আরও অনেকে একই পথে। আসল কথা হল কালো টাকা রাজত্ব হয়েছে। এখানে কোনও নীতির বিষয় নেই। এই রাজ্য সবসময় একটা সংস্কৃতির পীঠস্থান ছিল। সেই রাজ্যে লুঠেরার রাজত্ব হয়ে গেল। সৌজন্যে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, দেশে নরেন্দ্র মোদীর সরকার।''
ব্যবসায়ীর বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার: গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে ব্যবসায়ী আমির খানের বাড়িতে ইডি-র হানায় এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৮ কোটি টাকা। ইডি সূত্রে খবর, প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকা জেতার টোপ দেওয়া হত। কমিশনের নামে দেওয়া হত বড় অঙ্কের পুরস্কার। লোভ বাড়িয়ে বড় আমানত নিয়ে উধাও হত প্রতারকরা। এই মোডাস অপারেন্ডিতেই চলত প্রতারণা, খবর ইডি সূত্রে। ৭ কোটির বেশি টাকা গুনতে গার্ডেনিরিচে ব্যবসায়ীর বাড়িতে এল ৮টি মেশিন।
ইডি সূত্রে খবর, গার্ডেনরিচে ওই ব্যবসায়ীর বাড়িতে দোতলার ঘরে খাটের নীচে প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল ৫০০ ও ২ হাজারের বান্ডিল বান্ডিল নোট। আনা হয়েছে টাকা গোনার ৮টি যন্ত্র। ইডি সূত্রে খবর, ২০২১-এর ফেব্রুয়ারিতে ফেডারেল ব্যাঙ্কের তরফে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ, মোবাইল গেমিং অ্যাপ ই-নাগেটসের মাধ্যমে ৬৫-৭০ কোটি টাকা প্রতারণা করেছেন ব্যবসায়ী আমির খান। তল্লাশির আগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলা হয়।
এদিন কলকাতা ও নিউটাউনের আরও কয়েকটি জায়গায় হানা দেয় ইডি। মোমিনপুরের বিন্দুবাসিনী রোডে বস্ত্র ব্যবসায়ী শাহরিয়ার আলির ভাড়াবাড়িতেও অভিযান চালান ইডি-র আধিকারিকরা। সাড়ে ৩ ঘণ্টার বেশি চলে তল্লাশি। ইডি সূত্রে খবর, নিয়মিত বিদেশে যান বস্ত্র ব্যবসায়ী। সেই সূত্রে বিদেশে টাকা পাচারের কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে, পার্ক স্ট্রিট থানা এলাকায় ৩৪-এ নম্বর ম্যাকলয়েড স্ট্রিটের একটি বহুতলে এক আইনজীবীর ফ্ল্যাটেও হানা দেন ইডি-র আধিকারিকরা। আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, নিউটাউনের সঞ্জীবা টাউন আবাসনেও হানা দেন ইডি আধিকারিকরা।